স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ জুন: কোপা আমেরিকার শুরুটা ভালো হয়নি ব্রাজিলের, প্রথম ম্যাচেই কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র। নব্বই মিনিটে ১৯টি শট নিয়েও যে গোল পাওয়া গেল না, তাতে সমর্থকদের অনেকে ক্ষুব্ধ। এবারের কোপায় সাফল্য আসবে কি না, এ নিয়েও সন্দিহান কেউ কেউ।অসন্তুষ্ট ও বিশ্বাস নড়বড়ে হয়ে যাওয়া এসব সমর্থককে ধৈর্য ধরতে বলেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলের এ দলটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে বলেছেন, একটা দল রাতারাতি বদলে দেওয়া যায় না। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সকালে প্যারাগুয়ের বিপক্ষে খেলার কথা আছে ব্রাজিলের।
এবারের কোপা আমেরিকায় ব্রাজিল আছে ‘ডি’ গ্রুপে। চার দলের গ্রুপে অন্য তিনটি দল কোস্টারিকা, প্যারাগুয়ে ও কলম্বিয়া। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করলেও প্যারাগুয়েকে ২–১ ব্যবধানে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিয়েছে কলম্বিয়া। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। এ মুহূর্তে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিলের জন্য পরের দুই ম্যাচ থেকে একাধিক পয়েন্ট তোলা জরুরি হয়ে উঠেছে।প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলের প্রস্তুতি শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ব্রাজিল কোচ দরিভাল। কোস্টারিকার ম্যাচের ফলের প্রসঙ্গ টেনে দল ঠিক পথে এগোচ্ছে বলে দাবি করেন ৬২ বছর বয়সী এই কোচ, ‘এটা স্বাভাবিক যে সর্বশেষ ম্যাচে সবাই একটু ভিন্ন ফল আশা করেছিল। কিন্তু দল যেভাবে খেলেছে, সেটাও সাধুবাদ জানানোর মতো, বিশেষ করে আমরা প্রতিপক্ষের রক্ষণে যেভাবে খেলেছি। আমরা যা করছি বা অর্জন করছি তা আমার কাছে পরিষ্কার। আমরা কেবল কাজ শুরু করেছি। আমরা ঠিকঠাকভাবেই এগোচ্ছি।’
দুই দশকের বেশি সময় ধরে পেশাদার কোচ হিসেবে কাজ করা দরিভাল ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন এ বছরের জানুয়ারিতে। ব্রাজিলের ঘরোয়া ফুটবলের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন, ‘আমাদের ধীরস্থির এবং আত্মবিশ্বাসী থাকতে হবে। যদি আমরা যা করছি তা নিয়ে প্রতি ম্যাচেই সন্দিহান থাকি, তাহলে তো কোথাওই পৌঁছাতে পারব না। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সেটা প্রীতি ম্যাচ হোক বা অন্য কিছু।’৯ বারের কোপা আমেরিকাজয়ী ব্রাজিল এবার যে দলটি নিয়ে খেলতে এসেছে, সেটি একটি পরিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন দরিভাল, ‘আমাদের বুঝতে হবে এটা পরিবর্তনের সময়, রূপান্তরের সময়। একটা দল রাতারাতি তৈরি করা যায় না। এটা স্বাভাবিক প্রক্রিয়া। শুধু সর্বশেষ ম্যাচেই নয়, প্রতি ম্যাচেই নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতাই বেশি দেখাচ্ছে।’