Tuesday, October 8, 2024
বাড়িখেলা‘আত্মঘাতী’ উবাকে দুষছে না অস্ট্রিয়া

‘আত্মঘাতী’ উবাকে দুষছে না অস্ট্রিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জুন: ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম‍্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-০ ব‍্যবধানে হেরেছে অস্ট্রিয়া। ব‍্যবধান গড়ে দিয়েছে উবার ওই আত্মঘাতী গোল।সবশেষ ১৬ ম‍্যাচের ১৫টিতেই অপরাজিত থাকার দারুণ ধারাবাহিকতা নিয়ে ফ্রান্সের মুখি হয় অস্ট্রিয়া। গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টদের সঙ্গে লড়াই করে সমানে-সমানে। এর মাঝেই ৩৮তম মিনিটে কিলিয়ান এমবাপের ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন উবা।

ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় এই ডিফেন্ডারের পাশে দাঁড়ালেন কোচ রাংনিক।“অবশ‍্যই এই ফলে আমরা খুবই হতাশ। একশ মিনিটে ফ্রান্সের কারো কাছ থেকে গোল হজম করিনি। একমাত্র গোলটি ছিল খুবই দুর্ভাগ‍্যজনক আত্মঘাতী গোল। মাক্সি উবাকে এর জন‍্য দলের কেউ দোষ দিচ্ছে না।”“তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উবাও যেন নিজেকে দোষী মনে না করে। দলের সদস‍্যরা, স্টাফরা- সবাই জানে এটা এমন পরিস্থিতি ছিল যেটা ভীষণ দুর্ভাগ‍্যজনক। সে মাথায় বল রিসিভ করেছিল এবং আর কিছু করার ছিল না।”আত্মঘাতী গোলের জন‍্য উবাকে সান্ত্বনা জানান সতীর্থরা।

এর দুই মিনিট আগে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন ক্রিস্টফ বামগার্টনার। তার শট কোনোমতে পোস্টের পাশ দিয়ে পাঠিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মিয়াঁ। এই সুযোগ হাতছাড়ার আক্ষেপে পুড়ছেন রাংনিক।“এটা আমাদের জন‍্য সবচেয়ে বড় সুযোগ ছিল। সাধারণত এই ধরনের পরস্থিতি থেকে বামগার্টনার গোল করে। অবশ‍্যই ফ্রান্সও সুযোগ তৈরি করেছিল, (গোলরক্ষক) পাত্রিক পেন্স খুব ভালো করেছে।”“তবে আমি মনে করি (ফ্রান্স কোচ) দিদিয়ে দেশম শেষ বাঁজি বাজায় খুব খুশি হয়েছিল। আমার মনে হয়, এতেই বোঝা যায় আমার দল কতটা দারুণ পারফরম‍্যান্স করেছে।”তাদের মতোই হার দিয়ে আসর শুরু করা পোল‍্যান্ডের বিপক্ষে আগামী শুক্রবার খেলবে অস্ট্রিয়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য