Monday, March 24, 2025
বাড়িখেলা‘রোনালদো যা করতে পারে, আর কেউ পারে না’

‘রোনালদো যা করতে পারে, আর কেউ পারে না’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ জুন: ৩৯ বছর বয়সে ইউরো খেলতে যাচ্ছেন রোনালদো। ইউরোপ সেরার প্রতিযোগিতায় এটি তার ষষ্ঠ আসর। টুর্নামেন্টটিতে তার চেয়ে বেশিবার খেলার কীর্তি নেই কারো। এই বয়সে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারাকেই বড় উপহার হিসেবে দেখেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।তবে বয়স যে তার কাছে কেবলই একটি সংখ্যা, সেটার প্রমাণ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ইউরোপ ছেড়ে এখন সৌদি আরবের লিগে খেলছেন তিনি। জাতীয় দল কিংবা ক্লাব, যেখানেই খেলতে নামছেন নিজের সেরাটা দিচ্ছেন এই ফুটবলার। এখনও তার মাঝে দেখা যায় আগের মতোই ভালো করার তাড়না, গোল করার ক্ষুধা।এবারের ইউরোর বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল করেন রোনালদো। সৌদি প্রো লিগের দল আল নাস্রের হয়ে গত মৌসুমে ৩১ লিগ ম্যাচে তার গোল ৩৫টি, সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৪টি! যা বার্তা দিচ্ছে, এখনও দেওয়ার মতো অনেক কিছু আছে ফুটবলের এই নক্ষত্রের।

ইউরোর মূল লড়াইয়ে নামার আগে সবশেষ প্রস্তুতি ম্যাচেও আলো ছড়ান রোনালদো। রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারানোর ম্যাচে দারুণ দুটি গোল করেন তিনি। ম্যাচটিতে জালের দেখা পেয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গড়েন জাতীয় দলের হয়ে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোলের অনন্য কীর্তি।রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ২০১৬ সালে পেয়েছেন ইউরো জয়ের স্বাদ। ২০০৪ সাল থেকে এই প্রতিযোগিতাটিতে খেলে আসা রোনালদো অবশ্য আট বছর আগের ফাইনালে চোটের কারণে খেলতে পারেননি পুরো ম্যাচ।এরপর দুটি বিশ্বকাপ ও একটি ইউরো খেলেছে পর্তুগাল। কিন্তু পায়নি সাফল্যের দেখা। শিরোপা খরা ঘোচাতে এবার আত্মবিশ্বাসী পর্তুগাল। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দলটিকে এবারের ইউরোর ফেভারিটগুলোর একটি মনে করা হচ্ছে।

প্রতিযোগিতাটির বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় পর্তুগাল। ১০ ম্যাচের সবকটি জেতা দলটি ৩৬ গোল করার বিপরীতে হজম করে কেবল দুটি। জার্মানিতে তাই তাদের নিয়ে প্রত্যাশা অনেক। যদিও মাটিতেই পা রাখছেন কোচ মার্তিনেস। বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’ নিয়েও যে গত বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করতে পারেননি তিনি।মার্তিনেস ভালো করেই জানেন, এবারের ইউরোতেও পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হবেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে তাই বড় অর্জনের স্বপ্ন দেখছেন তিনি।“আমাদের ২৩ (আসলে ২৬) জন খেলোয়াড় আছে। মাঠে আমরা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করি এবং ম্যাচে তার ফল নির্ধারণ হয়। ক্রিস্তিয়ানো দলকে সাহায্য করতে এবং সম্ভাব্য সবটুকু দিতে প্রস্তুত। আর ক্রিস্তিয়ানো ড্রেসিং রুমে যা বয়ে আনতে পারে, ফুটবল বিশ্বে এমন আর কোনো খেলোয়াড় নেই সেটা পারে।”

গত ইউরোয় যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। সেবার তার সমান পাঁচটি গোল করেছিলেন চেক রিপাবলিকের পাত্রিক শিক। ২০২১ সালে হওয়া আসরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঝমাঠ থেকে চোখধাঁধানো গোলে টুর্নামেন্ট সেরা গোলের পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি।এবারের ইউরোতেও চেক রিপাবলিকের বড় ভরসা ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইউরোর মূল লড়াইয়ে নামার আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি।আসছে ম্যাচে তাই এই ফরোয়ার্ড পর্তুগালের জন্য হতে পারেন বড় হুমকি। আগামী মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়েই যে অভিযান শুরু করতে যাচ্ছে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য