স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ মে: এই আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জগতে খুব বড় নাম ছিলেন না হেড। আইপিএলে তিনি আগে তিনি স্রেফ দুটি মৌসুম খেলেছেন। পারফরম্যান্সও খুব ভালো ছিল না। ২০১৬ ও ২০১৭ আসর মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ১০ ম্যাচ খেলে ফিফটি করতে পেরেছিলেন কেবল একটি। এছাড়া ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি খেলেছেন নানা সময় মিলিয়ে ১৭টি ম্যাচ। দেশের বাইরের লিগে খেলার অভিজ্ঞতা বলতেই এটুকুই।কিন্তু গত দেড়-দুই বছর ধরে অস্ট্রেলিয়া জাতীয় দলে যে তার অসাধারণ সাফল্য, সেটি তিনি বয়ে এনেছেন এবারের আইপিএলেও। গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অসাধারণ ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছিলেন তিনি। পরে ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর সেমি-ফাইনাল ও ফাইনালেও অস্ট্রেলিয়ার জয়ে নায়ক ছিলেন তিনি। এবারের আইপিএলে তো ব্যাটকে মুগুর বানিয়ে গুঁড়িয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে।এখনও পর্যন্ত এবার ১৩ ইনিংসে ৫৩৩ রান করেছেন তিনি ১৯৯.৬২ স্ট্রাইক রেটে। আভিষেক শার্মার সঙ্গে তার বিধ্বংসী উদ্বোধনী জুটি সাড়া ফেলে দিয়েছে ক্রিকেট বিশ্বের।
এমন একজন ক্রিকেটারকে নিজেদের করে পেতে চাইবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলি। তবে ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে হেড বললেন, তার হৃদয়জুড়ে আছে টেস্ট ক্রিকেট।“বেশ কয়েক বছরের মধ্যে এবারই প্রথম আইপিএল খেললাম (২০১৭ সালের পর)। তবে আপাতত নিজের সবটুকু মনোযোগ টেস্ট ক্রিকেটে দিতে চাই। এটাই করে যাব।”“টেস্ট খেলার পর আমি সংস্করণ বেছে নেব এবং দেখব যে ভিন্ন কোনভাবে নিজেকে দলে নির্বাচনের বিবেচনায় রাখতে পারি। এই মুহূর্তে বলতে পারি, পরের বছরও আইপিএলে ফিরব। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপর মেজর লিগ ক্রিকেটে (যুক্তরাষ্ট্রে) খেলব। তবে আগামী বছর পুরো ব্যাপারটা অন্যরকমও হতে পারে।”আগামী বছর বা সামনের সময়টায় তার ভাবনা কেমন, সেই ধারণাও দিয়ে রাখলেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
“প্রতি বছরই ঠিক করতে হবে, কোনটিকে প্রাধান্য দেব, কোনটিকে নয়। পরের বছর টেস্ট ক্রিকেটে খেলা আছে অনেক, ওয়েস্ট ইন্ডিজ সফর আছে, অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খুব একটা খেলব না।”“কয়েক বছর পর যখন টেস্ট ক্রিকেট খেলব না, তখন হয়তো আরও বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ পাব। তবে এই মুহূর্তে চেষ্টা করব গোটা দুয়েক ফ্র্যাঞ্চাইজি লিগেই নিজেকে সীমাবদ্ধ রাখতে এবং টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে।এই যুগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় অনেক ক্রিকেটার জাতীয় দলের ম্যাচ খেলেন বেছে বেছে। অনেকেই আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি লিগ শেষে বিশ্রাম নেন, আন্তর্জাতিক ক্রিকেটে কিছু ম্যাচ বাইরে থাকেন।তবে হেড সেই পথ বেছে নেওয়ার লোকও নন। দেশের হয়ে খেলার কোনো সুযোগ তিনি হাতছাড়া করতে চান না।
“আইপিএল শেষ হলে দিন দুয়েকের মধ্যে দেশে ফিরব। দুই-তিন দিন ঘরে কাটিয়ে পরিবার নিয়ে ওয়েস্ট ইন্ডিজে যাব এবং সবকিছু আবার শুরু করব। দেখুন, আমরা যা করি (ক্রিকেট খেলা), সেটা করতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার এবং আজীবন তো এটা করে যাব না। যতদিন তাই সুযোগ আছে, সবটুকু কাজে লাগাতে চাই। আমরা সৌভাগ্যবান যে, খুব ভালোভাবে দেখভাল করা হয় আমাদের।”“কয়েক বছর পরই তো অবসর নিয়ে ফেলব এবং এরপর কিছু করার থাকবে না। অফুরন্ত সময় থাকবে তখন। পেছন ফিরে তাকানোর সুযোগ তখন অনেক থাকবে এবং মনে হবে, আবার সফরে যেতে পারলে খারাপ হতো না! এজন্যই বর্তমানকে কাজে লাগাতে চাই, ব্যাটিং করে যেতে চাই, মুহূর্তে বাঁচতে চাই ও সময়টা উপভোগ করতে চাই।”