স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ মে: রয় কিন আর আর্লিং হলান্ডের কথার লড়াইটা বেশ জমেই উঠেছে। শুরুটা করেছিলেন অবশ্য রয় কিনই। চলতি মৌসুমে বিভিন্ন সংবাদমাধ্যমে বেশ কয়েকবার হলান্ডের সমালোচনা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার। বেশির ভাগ সময়ই হলান্ড এই সমালোচনায় চুপ থাকলেও গত পরশু উলভসের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৫–১ ব্যবধানের জয়ে একাই চার গোল করে মুখ খুলেছেন হলান্ড। কিনও আবার সমালোচনা করেছেন তাঁর। এবার তিনি হলান্ডকে বলেছেন, ‘নষ্ট ছোঁড়া।’
মাঝে হলান্ডের যখন গোল–খরা যাচ্ছিল, বড় ম্যাচে গোল পাচ্ছিলেন না; সেই সময় তাঁর সমালোচনা করে রয় কিন বলেছিলেন, হলান্ডকে তাঁর কাছে লিগ টু (ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের) মানের খেলোয়াড় মনে হয়। স্কাই স্পোর্টসকে বলা রয় কিনের কথাগুলো ছিল এ রকম, ‘তার মাঠের খেলা খুবই নিম্নমানের। এটা শুধু আজকের কথা নয়, আমি সাধারণভাবেই এমনটা মনে করি…সে অনেকটা লিগ টুর খেলোয়াড়ের মতো। তাকে আমি এভাবেই দেখি।’উভলসের বিপক্ষে চার গোল করার পর সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার রয় কিনের সমালোচনার উত্তরে বলেছেন, ‘আমি সত্যিই এই মানুষটাকে পাত্তা দিই না।’ হলান্ডকে নিয়ে এবার সমালোচনা করার সময় অবশ্য হলান্ডের তাঁকে পাত্তা না দেওয়ার প্রসঙ্গটি টানেননি কিন।
স্কাই স্পোর্টসে কিন সমালোচনা করেছেন হলান্ডের আরেকটি বিষয় নিয়ে। উলভসের বিপক্ষে ম্যাচে চার গোল করার পর হলান্ডকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন সিটির কোচ পেপ গার্দিওলা। মাঠ থেকে উঠে যাওয়ার সময় হলান্ডকে কোনো বিষয় নিয়ে বিরক্ত হতে দেখা গেছে।এটা নিয়ে সমালোচনা করে রয় কিন স্কাই স্পোর্টসকে গতকাল বলেছেন, ‘আমার মনে হয় গতকাল (গত পরশু) আমরা দেখেছি মাঠ থেকে তুলে নেওয়ায় হলান্ড খুশি ছিল না। ও নষ্ট ছোঁড়ার মতো আচরণ করেছে।’বিষয়টি নিয়ে গার্দিওলা অবশ্য বলেছেন অন্য কথা, ‘সে কিছুটা হতাশ ছিল, আমি তা বুঝতে পারি। সে রেফারির ওপর হতাশ ছিল। লং বলে অনেক সময় তারা ওকে ধাক্কা দিচ্ছিল এবং টেনে ধরছিল। তবে ওর পারফরম্যান্স এবং অসাধারণ গোল নিয়ে আনন্দিত।’