Saturday, July 27, 2024
বাড়িখেলাশামির না খেলার সুযোগে তাঁর রেকর্ড ভাঙলেন রশিদ

শামির না খেলার সুযোগে তাঁর রেকর্ড ভাঙলেন রশিদ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ মার্চ : আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। বাংলার পেসারের সেই রেকর্ড ভেঙে দিলেন রশিদ খান। আফগানিস্তানের স্পিনার রবিবার তুলে নেন হেনরিখ ক্লাসেনের উইকেট। তাতেই তিনি ভেঙে দেন শামির উইকেট।

গুজরাতের সহ-অধিনায়ক রশিদ। তিনি ৪৯টি উইকেট নিয়েছেন গুজরাতের হয়ে। এত দিন ৪৮টি উইকেট নিয়ে শামির সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন রশিদ। এ বার তাঁকে টপকে গেলেন আফগানি স্পিনার। রবিবারের ম্যাচে একটিই উইকেট নেন তিনি। ২৪ রান করে আউট হন ক্লাসেন। রশিদের বলে বোল্ড হয়ে যান তিনি।

২০২২ সাল থেকে গুজরাত টাইটান্স দলটি আইপিএল খেলতে শুরু করেছে। সেই বছর তারাই জিতেছিল। দু’বছরে ৪৮টি উইকেট নেন শামি। এ বার তাঁকে টপকে গেলেন রশিদ। ২০২২ সালে ১৯টি উইকেট নিয়েছিলেন তিনি। গত বছর নিয়েছিলেন ২৭টি উইকেট। এই বছর তিন ম্যাচে তিন উইকেট নিয়েছেন। গুজরাতের হয়ে তাঁর মোট উইকেট সংখ্যা হল ৪৯। যা মরসুম শেষে আরও বাড়বে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রবিবার খেলতে নেমেছে গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ১৬২ রান। রশিদদের চাপে খুব বেশি রান করতে পারেনি হায়দরাবাদ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য