Tuesday, April 16, 2024
বাড়িখেলা  ধোনি বনাম বিরাট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ।

  ধোনি বনাম বিরাট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ মার্চ  :  মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের আইপিএল। শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার আগে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে থাকবেন বলিউড তারকারা।

ম্যাচের আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এক ঘণ্টা ধরে অনুষ্ঠান চলবে।

প্রতি বছরের মতো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এ বারও হতে চলেছে ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ। বলিউড তারকাদের দেখা যাবে মঞ্চে। এ বারও দেখা যাবে। আইপিএল কর্তৃপক্ষ শিল্পীদের নামও জানিয়ে দিয়েছেন। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন এআর রহমান, সোনু নিগম, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। গানের পাশাপাশি থাকবে নাচের অনুষ্ঠান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া ইনিংসের বিরতিতেও অনুষ্ঠান হবে। ডিজে অ্যাক্সওয়েল ১৫ মিনিটের বিরতিতে দর্শকদের মাতাবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর হবে টস। প্রথম দিন খেলা শুরু হবে রাত ৮টায়। আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হবে দুপুর ৩.৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭.৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই প্রতিযোগিতার প্রথম ম্যাচ শুরুর সময় আধ ঘণ্টা দেরিতে রাখা হয়েছে।

টেলিভিশনে আইপিএল দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এ ছাড়া জিয়ো সিনেমা অ্যাপেও দেখা যাবে ম্যাচ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য