Wednesday, March 26, 2025
বাড়িখেলাইউরোয় বেরার্দিকে পাওয়া নিয়ে শঙ্কায় ইতালি

ইউরোয় বেরার্দিকে পাওয়া নিয়ে শঙ্কায় ইতালি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ মার্চ: সেরি আয় রোববার রাতে হেল্লাস ভেরোনার মাঠে ১-০ গোলে হেরে যায় সাস্সুয়োলো। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন দলটির রাইট উইঙ্গার বেরার্দি।পরদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বেরার্দির ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে চিড় ধরা পড়েছে। তাই করাতে হবে অস্ত্রোপচার। ফলে চলতি মৌসুমের বাকি অংশ এবং আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ইউরোয় হয়তো খেলতে পারবেন না ২৯ বছর বয়সী এই ফুটবলার।জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ২৮ ম্যাচ থেলে আটটি গোল করেছেন বেরার্দি।গত ইউরোর ফাইনালে তিনি বদলি হিসেবে মাঠে নামেন এবং টাইব্রেকারে দলের ৩-২ ব্যবধানে জয়ের প্রথম পেনাল্টি শটে বল জালে পাঠান। জার্মানিতে হতে যাওয়া এবারের আসরে ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তিকে হয়তো বেরার্দিকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে।বেরার্দির ছিটকে পড়া সাস্সুয়োলোর জন্যও অনেক বড় আঘাত। সেরি আয় অবনমন এড়াতে লড়ছে দলটি। ২৭ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য