স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ মার্চ: প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লিগ ম্যাচটি ২-১ গোলে হেরেছে ইউভেন্তুস।বল দখলের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য করা নাপোলি এগিয়ে যায় ৪২তম মিনিটে। ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন জর্জিয়ার ফরোয়ার্ড কাভারাস্তখেইলিয়া।অনেক চেষ্টার পর ৮১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইউভেন্তুস। কার্লোস আলকারাসের পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান ইতালিয়ান ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসা।তাদের সেই স্বস্তি সাত মিনিটের বেশি স্থায়ী হয়নি। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন নাপোলির বদলি ফরোয়ার্ড গিয়াকোমো রাসপাদোরি।লিগে এই নিয়ে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয়শূন্য রইল ইউভেন্তুস, এর মধ্যে তিনটি ড্র ও দুটি হার।২৭ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইউভেন্তুস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।গত আসরের চ্যাম্পিয়ন নাপোলিরও এবার সময়টা ভালো কাটছে না। ২৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা।