স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ মার্চ: ঘটনাটা গত রোববার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ইউনাইটেডের ২-১ গোলে হারের ম্যাচের।ভিডিওতে দেখা যায়, ফুলহ্যামের বক্সের বাইরে ফের্নান্দেসের সঙ্গে লেগে ছিলেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। সেখান থেকে শট নেওয়ার পর মাটিতে বসে পড়ে পা চেপে ধরেন ইউনাইটেড মিডফিল্ডার। তিনি ফ্রি-কিকের আবেদন করলেও রেফারির সাড়া মেলেনি, চলতে থাকে খেলা। একটু পর উঠে দাঁড়িয়ে সতীর্থের কাছে বল চান ফের্নান্দেস।১৫ সেকেন্ডের ভিডিওটি সোমবার ফুলহ্যামের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সেখানে একটি মিউজিক জুড়ে দিয়ে ক্যাপশনে লেখা হয়, “খুবই আনন্দিত, সে ঠিক আছে।”ভিডিওটি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় টেন হাগকে। অভিজ্ঞ এই কোচের তার মতে, এই ধরনের কাজ একেবারেই ঠিক নয়।“এটা ঠিক নয়। এটা সম্পূর্ণরূপে নিয়ম বহির্ভূত এবং ভুল। এজন্য তাদের (ফুলহ্যাম) ক্ষমা চাওয়া উচিত।”নিজেদের পরের ম্যাচে আগামী রোববার প্রিমিয়ার লিগে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।