Friday, January 17, 2025
বাড়িখেলানতুন কোচের খোঁজ এখনও শুরু করেনি বার্সেলোনা

নতুন কোচের খোঁজ এখনও শুরু করেনি বার্সেলোনা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ মার্চ: গত ২৭ জানুয়ারি অনেকটাই আচমকাই শাভি জানান, চলতি মৌসুম শেষে বার্সেলোনার কোচের পথে আর থাকবেন না তিনি। ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি তখন। স্প্যানিশ ক্লাবটির এই কিংবদন্তি পরে আরও নানা সময়ে বেশ খোলামেলাই বলেছেন, ক্লাব ম্যানেজমেন্টকে যথেষ্ট পাশে পাননি তিনি। সম্প্রতি স্পেনের কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, নতুন কোচের খোঁজে নেমে পড়েছে বার্সেলোনা। তবে রেডিও কাতালুনিয়াকে ডেকো বললেন উল্টো কথা। “এটা নিয়ে কথা বলার কিছু নেই, কারণ আমরা এখনও নতুন কোচের খোঁজ শুরু করিনি। সেই সময় এখনও হয়নি। মৌসুম এখনও শেষ হয়নি। আমাদের সামনে আরও অনেক কিছু আছে।”       ডেকো জানালেন, কোচ বাছাইয়ের আগে আগামী মৌসুমের দল ও পরিকল্পনা চূড়ান্ত করতে হবে তাদের। সেই অনুযায়ীই উপযুক্ত কোচ খুঁজবেন তারা। এই মুহূর্তে খুব ভালো মানের বিকল্প নেই বলেও মনে করেন বার্সেলোনার হয়ে একসময় মাঝমাঠ মাতানো সাবেক পর্তুগিজ মিডফিল্ডার। 

“প্রথমত, আমাদের বিবেচনা করতে হবে, কোন ধরনের প্রকল্প আমরা চাই (পরের মৌসুমে), বুঝতে হবে আমরা সুনির্দিষ্ট কী করতে চাই এবং কোন ফুটবলারদের আমাদের লাগবে। বেশির ভাগ ফুটবলারই এখানে থাকতে চায়।” “সত্যি বলতে, খুব উঁচু মানের কোচ এখন ফাঁকাও নেই। বেশির ভাগ কোচেরই চুক্তি আছে। সামনে সেখানে অনেক পরিবর্তন আসতে পারে। যখন সময় হবে, আমরা সঠিক সিদ্ধান্তই নেব। এখনও সেই সময়টা হয়নি।” শাভি দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর নাটকীয়ভাবে বার্সেলোনার খেলায় উন্নতির ছাপ পড়েছে। এই সময় টানা ছয় ম্যাচে অপরাজিত আছে দলটি। তাকে দায়িত্বে থেকে যেতে ক্লাব অনুরোধ করবে বলেও গুঞ্জন আছে বার্সেলানায়।ডেকো আপাতত উড়িয়ে দিলেন এই খবরও। তবে সম্ভাবনার দুয়ারও খোলা রাখলেন। “যদি কিছু বদলায়, আমি বলব না যে আমরা তা নিয়ে এগোতে পারি না। তার (শাভি) বিরুদ্ধে তো আমাদের কিছু নেই। এই সিদ্ধান্ত তো ক্লাব বা ম্যানেজমেন্ট নেয়নি। তারই সিদ্ধান্ত এটি।” “তবে আপাতত এই মুহূর্তে এমন কিছুর সম্ভাবনা নেই (দায়িত্বে থেকে যাওয়ার)। যদি এরকম কিছুর সুযোগ আসে, তখন আমরা আলোচনা করব।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য