Saturday, February 8, 2025
বাড়িখেলাসদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের ক্রীড়াসূচি ঘোষিত

সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের ক্রীড়াসূচি ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি ।। সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের ক্রীড়াসূচি ঘোষণা করা হল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্ট। আগে জানানো হয়েছিল যে এবারের আসরে মোট ১৩টি প্লে সেন্টার ও কোচিং সেন্টার এতে অংশগ্রহণ করবে।

প্রথমেই অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে প্রগতি প্লে সেন্টার, জিবি প্লে সেন্টার, এনএসআরসিসি, এডি নগর প্লে সেন্টার, কর্নেল চৌমুহনি কোচিং সেন্টার, দশমীঘাট কোচিং সেন্টার। গ্রুপ বি-তে রয়েছে ক্রিকেট অনুরাগী, চাম্পামুরা কোচিং সেন্টার, মর্ডান ক্রিকেট অ্যাক্যাডেমি, মৌচাক কোচিং সেন্টার, জুটমিল কোচিং সেন্টার, তরুণ সংঘ এবং বাধারঘাট কোচিং সেন্টার। এবারের প্রতিযোগিতায় তিনটি মাঠে – পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ড, নেপকো গ্রাউন্ড এবং নরসিংগড় পঞ্চায়েত মাঠে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির কনভেনার উত্তম চৌধুরী অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ক্রীড়াসূচির ঘোষণা করেছেন। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত প্রায় প্রতিদিনই তিনটি করে ম্যাচ রাখা হয়েছে।

 মাঝে অবশ্য ৫দিন রাখা হয়েছে রেস্ট ডে বা বিরতির দিন। দুটি গ্রুপ থেকে সেরা চারটি দল কোয়ার্টার-ফাইনালে উন্নীত হবে। কোয়ার্টার ফাইনালের পর্যায় থেকে খেলাগুলি হবে দুদিনের খেলা। নকআউট প্রথায়। শুরু ১১ মার্চ থেকে। সেমিফাইনাল ম্যাচ হবে ১৬-১৭ মার্চ, দু দিনের খেলা। কোয়ার্টার ফাইনালের সময় থেকে অবশ্য পঞ্চায়েত মাঠ এবং  নেপকো মাঠ বাদ দিয়ে এমবিবি স্টেডিয়ামে খেলার ব্যবস্থা করা হবে। ফাইনাল ম্যাচ ২০-২১ মার্চ অনুষ্ঠিত হবে, এমবিবি স্টেডিয়ামে। গ্রুপ লীগ টুর্নামেন্টের প্রথম দিনে ২০ ফেব্রুয়ারি প্রগতি প্লে সেন্টার ও দশমীঘাট কোচিং সেন্টারের খেলা হবে পুলিশ ট্রেনিং অ্যাক্যাডেমি গ্রাউন্ডে।  ক্রিকেট অনুরাগী এবং বাধারঘাট কোচিং সেন্টারের খেলা হবে নেপকো মাঠে। ওইদিন চাম্পামুরা কোচিং সেন্টার খেলবে তরুণ সংঘের বিরুদ্ধে, নরসিংগড় পঞ্চায়েত মাঠে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য