ক্রীড়া প্রতিনিধি ।। সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের ক্রীড়াসূচি ঘোষণা করা হল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্ট। আগে জানানো হয়েছিল যে এবারের আসরে মোট ১৩টি প্লে সেন্টার ও কোচিং সেন্টার এতে অংশগ্রহণ করবে।
প্রথমেই অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে প্রগতি প্লে সেন্টার, জিবি প্লে সেন্টার, এনএসআরসিসি, এডি নগর প্লে সেন্টার, কর্নেল চৌমুহনি কোচিং সেন্টার, দশমীঘাট কোচিং সেন্টার। গ্রুপ বি-তে রয়েছে ক্রিকেট অনুরাগী, চাম্পামুরা কোচিং সেন্টার, মর্ডান ক্রিকেট অ্যাক্যাডেমি, মৌচাক কোচিং সেন্টার, জুটমিল কোচিং সেন্টার, তরুণ সংঘ এবং বাধারঘাট কোচিং সেন্টার। এবারের প্রতিযোগিতায় তিনটি মাঠে – পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ড, নেপকো গ্রাউন্ড এবং নরসিংগড় পঞ্চায়েত মাঠে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির কনভেনার উত্তম চৌধুরী অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ক্রীড়াসূচির ঘোষণা করেছেন। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত প্রায় প্রতিদিনই তিনটি করে ম্যাচ রাখা হয়েছে।
মাঝে অবশ্য ৫দিন রাখা হয়েছে রেস্ট ডে বা বিরতির দিন। দুটি গ্রুপ থেকে সেরা চারটি দল কোয়ার্টার-ফাইনালে উন্নীত হবে। কোয়ার্টার ফাইনালের পর্যায় থেকে খেলাগুলি হবে দুদিনের খেলা। নকআউট প্রথায়। শুরু ১১ মার্চ থেকে। সেমিফাইনাল ম্যাচ হবে ১৬-১৭ মার্চ, দু দিনের খেলা। কোয়ার্টার ফাইনালের সময় থেকে অবশ্য পঞ্চায়েত মাঠ এবং নেপকো মাঠ বাদ দিয়ে এমবিবি স্টেডিয়ামে খেলার ব্যবস্থা করা হবে। ফাইনাল ম্যাচ ২০-২১ মার্চ অনুষ্ঠিত হবে, এমবিবি স্টেডিয়ামে। গ্রুপ লীগ টুর্নামেন্টের প্রথম দিনে ২০ ফেব্রুয়ারি প্রগতি প্লে সেন্টার ও দশমীঘাট কোচিং সেন্টারের খেলা হবে পুলিশ ট্রেনিং অ্যাক্যাডেমি গ্রাউন্ডে। ক্রিকেট অনুরাগী এবং বাধারঘাট কোচিং সেন্টারের খেলা হবে নেপকো মাঠে। ওইদিন চাম্পামুরা কোচিং সেন্টার খেলবে তরুণ সংঘের বিরুদ্ধে, নরসিংগড় পঞ্চায়েত মাঠে।