Friday, February 7, 2025
বাড়িজাতীয়বিজেপির জাতীয়তাবাদ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির উপর ভিত্তিশীল : মনমোহন সিং

বিজেপির জাতীয়তাবাদ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির উপর ভিত্তিশীল : মনমোহন সিং


নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিং। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বৃহস্পতিবার মনমোহন সিং বলেছেন, বিজেপির জাতীয়তাবাদ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির উপর ভিত্তিশীল। একইসঙ্গে বিজেপি নেতৃত্বকে খোঁচা দিয়ে মনমোহন সিং বলেছেন, “রাজনীতিকদের আলিঙ্গন করে অথবা নিমন্ত্রণ ছাড়াই বিরিয়ানি খেতে গেলে সম্পর্কের উন্নতি হয় না।” সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন মনমোহন সিং।

এদিন ভার্চুয়ালি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, “তাঁদের (বিজেপি নেতৃত্বাধীন সরকার) অর্থনৈতিক নীতি সম্পর্কে কোনও ধারণা নেই। বিষয়টি শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সরকার বিদেশনীতিতেও ব্যর্থ হয়েছে। চিন আমাদের সীমান্তে বসে আছে।” মনমোহন সিং আরও বলেছেন, “দেশবাসী আমাদের (কংগ্রেস) ভালো কাজ মনে রাখছেন। তাঁরা (বিজেপি) প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা ইস্যুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং সেই রাজ্যের জনগণকে অসম্মান করার চেষ্টা করেছিল। ধনী মানুষেরা আরও ধনী হচ্ছেন, অথচ দরিদ্ররা আরও গরিব হচ্ছেন।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য