Thursday, January 16, 2025
বাড়িখেলাসমালোচকদের জবাব দিতে নয়, ভক্তদের ভালোবাসার জন্য খেলবে বার্সেলোনা

সমালোচকদের জবাব দিতে নয়, ভক্তদের ভালোবাসার জন্য খেলবে বার্সেলোনা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ ফেব্রুয়ারি: লা লিগার শিরোপা ধরে রাখার লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়া বার্সেলোনা বুধবার নামবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে নাপোলির মাঠে। লা লিগায় সাম্প্রতিক ম্যাচগুলি ভালো-মন্দ মিলিয়েই কেটেছে বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে দল রোমাঞ্চিত বলেই জানালেন শাভি।যদিও এটা কেবলই শেষ ষোলোর লড়াই, তবে গত দুই মৌসুমে তো এই মঞ্চেও আসতে পারেনি দলটি! এবার তার ফুটবলাররা দারুণ উজ্জীবিত, বললেন কোচ। “কোয়ার্টার-ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে দলে রোমাঞ্চ, আশা, প্রেরণা, সবাই আছে। দারুণ একটি ম্যাচ খেলার আদর্শ পরিস্থিতি আছে দলে।” 

“আমরা সমালোচকদের চুপ করিয়ে দিতে খেলছি না, আমরা খেলছি ভক্তদের জন্য, নিজেদের মর্যাদার জন্য। আমরা শেষ ষোলোতে খেলছি, গত দুই বছরে এখানে আসতে পারিনি আমরা। কাজেই লড়াই করার জন্য ও উপভোগের জন্য দারুণ মঞ্চ এটি।” বার্সেলোনার প্রতিপক্ষ দলে এই মুহূর্তে চলছে ঝড়। এই ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টা আগে কোচ পরিবর্তন করা হয়েছে নাপোলির। গতবারের সিরি আ চ্যাম্পিয়নরা এবার ধুঁকছে লিগে। সেটির খেসারত হিসেবে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে ওয়াল্তার মাজ্জারিকে।

এই  নিয়ে চলতি মৌসুমে দুই জন কোচকে বাদ দিল তারা। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেয়েছেন ফ্রানচেস্কো কালজোনা, যিনি স্লোভাকিয়া জাতীয় দলের পাশাপাশি আপাতত নাপোলির দায়িত্বও সামলাবেন। তবে প্রতিপক্ষ এরকম অস্থিরতায় থাকলেও নিজেদেরকে সুবিধাজনক অবস্থানে দেখছেন না বার্সেলোনা কোচ। “ম্যাচের মাত্র কয়েক ঘণ্ট আগে তারা কোচ বদলেছে, নিশ্চয়ই উপযুক্ত কারণ আছে তাদের। একটি ম্যাচের জন্য এভাবে প্রস্তুতি নেওয়টা সহজ নয়। তবে আমাদের জন্য গুরুত্ব হলো আমরা।” “তাছাড়া আমরা কথা বলছি ইতালির বর্তমান চ্যাম্পিয়নদের নিয়ে। তারা দারুণ দল। আমার মনে হয় না আমরা ফেভারিট। বরং দুই দলকে সমতায় দেখছি আমি। আমরাও লিগ চ্যাম্পিয়ন, কিন্তু মৌসুমটি খুব ভালো যাচ্ছে। আমরা যদি ফেভারিট হয়েই থাকি, তাহলে মাঠেই তা দেখাতে হবে। এখানে যেমন, তেমনি কয়েক সপ্তাহ পর নিজেদের মাঠেও।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য