স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ ফেব্রুয়ারি: ভারত সফরের শুরুটা এবার দারুণ করেছিল ইংল্যান্ড। প্রথম টেস্টে হায়দরাবাদে জিতে এগিয়ে গিয়েছিল সিরিজে। কিন্তু পরের টেস্টে বিশাখাপাত্নামে জিতে সমতা ফেরায় ভারত। তৃতীয় টেস্টে রাজকোটে তো লড়াই জমেইনি। ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে ইংলিশদের উড়িয়ে সিরিজ এগিয়ে যায় ভারত। এখনও দুটি টেস্ট বাকি। ইংলিশদের সিরিজ জয়ের হাতছানিও তাই আছে এখনও ভালোভাবেই। তবে রাজকোটে বড় হারের পর প্রবল সমালোচনায় বিদ্ধ হচ্ছে তাদের বহুল আলোচিত কৌশল বাজবল। ইংল্যান্ডেই এটি নিয়ে কাটাছেঁড়া চলছে তুমুল।সাবেক ভারতীয় ব্যাটসম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। যার ডাক নাম ‘বাজ’ থেকে এই কৌশলের নামকরণ, সেই কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের কৌশল থেকে একটুও সরবেন না তারা।
তবে এই কৌশলের পক্ষে কোনো যুক্তি বা এটির কার্যকারিতাই তেমন কিছু দেখেন না শ্রীকান্ত। ১৯৮৩ বিশ্বকাপজয়ী তারকার আঙুল তুললেন ইংল্যান্ডের গত অ্যাশেজ জিততে না পারার দিকেও। “যদি সম্ভব হতো, পরের ফ্লাইটেই ওরা বাড়ির পথ ধরত। তবে সেটা তো সম্ভব নয়, পরের দুই টেস্ট খেলতে হবে। আমার মনে হয়, এসব বাজবল ও আরও যত তত্ত্ব, এসব স্রেফ অতি প্রচার। কোথায় এটা কাজে দিয়েছে? অ্যাশেজে কি এটা ফলপ্রসূ হয়েছে?” “সত্যি কথা বলতে, তারা এভাবেই খেলতে থাকলে কোনো কৌশলই কাজে দেবে না। বাজবল তত্ত্ব নিয়ে এত বেশি আলোচনা হয়েছে! কিন্তু সেসব আলোচনাকে যৌক্তিক প্রমাণ করতে হলে এই কন্ডিশনে ব্যাট করার স্কিল তাদের থাকতে হবে, ভালো বোলিংয়ের সামর্থ্য থাকতে হবে।” দশের মাঠে অ্যাশেজ জিততে না পারলেও শেষ পর্যন্ত সিরিজ হারনি ইংল্যান্ড। সেবারও তারা ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর তুমুল সমালোচনা হয়েছিল বাজবল নিয়ে। তবে নিজেদের কৌশলে থেকেই ২-২ সিরিজ ড্র করতে পেরেছিল তারা। অ্যাশেজ যদিও ধরে রাখে অস্ট্রেলিয়া।ভারতে ইংল্যান্ডের চতুর্থ টেস্ট শুরু শুক্রবার, রাঁচিতে।