স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জানুয়ারি : উৎসবের আয়োজন কর দ্রুত। জাতীয় দলে ডাক পেয়েছো। সবচেয়ে সুখি মানুষ। ভারতীয় দলে সরফরাজ খান ডাক পাওয়ার পরে সোশাল মিডিয়ায় এমনটাই লিখেছেন সূর্যকুমার যাদব।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ছিটকে গিয়েছেন কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা ।
সিরিজের প্রথম ম্যাচে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত। তার মধ্যেই দুই তারকার না থাকা চিন্তা বাড়াবে রোহিত শর্মার।
বিশাখাপত্তনমে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। দলে ডাক পেয়েছেন সরফরাজ খান ও সৌরভ কুমার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সরফরাজ দারুণ ব্যাটিং করেন। সেঞ্চুরি হাঁকান। ঘটনাক্রমে যেদিন সরফরাজ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, সেদিনই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শতরান পান সরফরাজের ভাইও। রান পাওয়ার ফল পেলেন সরফরাজ। জাতীয় দলের দরজা খুলে গেল তাঁর সামনে।