Monday, February 10, 2025
বাড়িখেলামদ্যপ হয়ে হাসপাতালে যাওয়ার ঘটনায় ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়ান কোচের হুঁশিয়ারি

মদ্যপ হয়ে হাসপাতালে যাওয়ার ঘটনায় ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়ান কোচের হুঁশিয়ারি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ জানুয়ারি: ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে শুরুতে রাখা হলেও পরে বিশ্রাম দেওয়া হয় ম্যাক্সওয়েলকে। এরপরই জানা যায় তার মাঠের বাইরের কাণ্ডের খবর। একটি গলফ ইভেন্টে আমন্ত্রিত হয়ে মেলবোর্ন থেকে অ্যাডিলেইডে যান তিনি। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি পানশালায় যান এবং পরে সেখানে অতিরিক্ত মদ্যপানে নিজেকে একরকম হারিয়ে ফেলেন বলে খবর সংবাদমাধ্যমের।পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। গুরুতর কিছু অবশ্য হয়নি তার। হাসপাতালে ভর্তিও করাতে হয়নি। একটু পরই তাকে ছেড়ে দেওয়া হয়।ঘটনায় শারীরিক কোনো ক্ষতি হয়নি তার, কোনো শাস্তিও তাকে পেতে হয়নি। তবে কোচ ম্যাকডোনাল্ড বুধবার এসইএন রেডিওকে বললেন, এই ঘটনা থেকে ম্যাক্সওয়েল শিক্ষা নেবেন বলে আশা তার।“গ্লেনের (ম্যাক্সওয়েল) সঙ্গে কথা বলেছি আমি। তার দুর্ঘটনা নিয়ে বেশ ভালো আলোচনা হয়েছে গতকাল। সামনে তাকিয়ে নিজের দেখভাল ঠিকঠাক করতে হবে তাকে। এই সময়টায় তাকে আমরা বিশ্রাম ও পুনর্বাসনের সুযোগ দিয়েছি এবং আমার মনে হয়, এই ঘটনায় তার জন্য শিক্ষা এটাই যে ব্যাপারটাকে নিজের দিক থেকে সে দেখবে এবং নিজের খেয়াল রাখবে।”

সীমিত ওভারের ক্রিকেটে তিনটি বিশ্বকাপজয়ী ম্যাক্সওয়েলের আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ম্যাকডোনাল্ড। ৩৫ বছর বয়সী ক্রিকেটারকে আরও দীর্ঘদিন জাতীয় দলে পেতে চান বলেই শৃঙ্খলা নিয়ে মৃদু হুঁশিয়ারি দিয়ে রাখলেন কোচ। “আমরা চাই, গ্লেন ম্যাক্সওয়েল আরও তিন-চার বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলুক। ২০২৭ ওয়ানড বিশ্বকাপে সে দক্ষিণ আফ্রিকায় খেলতে পারবে কি না, কে জানে। তবে সাদা বলের ক্রিকেটে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে। তাকে দলে পাওয়া মানে আমরা অনেক শ্রেয়তর দল এবং তার সেই ভয়ঙ্কর চোটের পর নিজেকে সঠিকভাবে সামলানোর দিকটি দেখতে হবে তাকে।”“আমাদের চাওয়া, যতদিন সম্ভব গ্লেন ম্যাক্সওয়েলকে যেন অস্ট্রেলিয়ার হয়ে পাওয়া যায়। আমাদের দিক থেকে যা করা সম্ভব, সবকিছুই করব আমরা। তবে গ্লেনকেও নিজের পক্ষে কিছু দেখানোর মতো জায়গায় থাকতে হবে।”সেদিনের ঘটনার বিস্তারিত কিছু না বললেও মদ্যপান সংক্রান্ত ব্যাপারই যে ছিল, তা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান কোচ। বোর্ড ও টিম ম্যানেজমেন্ট নিজেদের দায়িত্ব এখানে পালন করেছে জানিয়ে তিনি আরও দায়িত্বশীল হতে বললেন ম্যাক্সওয়েলকে।

“যা কিছু সে বলেছে তাতে, সেই রাতে সে বেশ পান করেছিল এবং এরপর রাতটি যেভাবে শেষ হওয়ার কথা, সেভাবেই হয়েছে। এটা তার দিক থেকে এবং আমাদের দিক থেকেও আদর্শ কিছু নয়। অজান্তে ভুল হয়ে গেছে তার। অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যে, নিজের দিক থেকে সে কী করছে এবং ওই মুহূর্তে সে ঠিক কাজটিই করেছে কি না। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি, সে ভালো আছে।”“এই ধরনের ঘটনায় এটিও বিবেচনার বিষয়। হ্যাঁ, অবশ্যই আঙুল তুলতেই পারেন। তবে আমাদের দিক থেকেও দায়িত্ব আছে তার ভালো-মন্দ দেখার এবং সে ভালো আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সে ফিরবে এবং আমরা তা নিয়ে রোমাঞ্চিত।”ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দিনটি হবে আগামী ৯, ১১ ও ১৩ ফেব্রুয়ারি।আগেও মাঠের বাইরের নানা ঘটনায় খবরের জন্ম দিয়েছেন ম্যাক্সওয়েল। ২০২২ সালের শেষ দিকে এক বন্ধুর জন্মদিনে ছুটোছুটি করতে গিয়ে পা ভেঙে ফেলায় লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। গত ওয়ানডে বিশ্বকাপের সময় আহমেদাবাদে গলফ কার্ট থেকে পড়ে গিয়ে কনকাশনের শিকার হয়ে একাধিক ম্যাচে খেলতে পারেননি তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য