স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ জানুয়ারি: ২০২২ সালের জুলাইয়ে সাড়ে চার কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে লিডস ইউনাইটেড থেকে সিটিতে যোগ দেন ফিলিপ্স। তার চুক্তি ছিল ছয় বছরের।তবে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে শুরু থেকেই নিজেকে মেলে ধরতে ধুঁকছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল দুটি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান তিনি।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহেই লন্ডনে তার মেডিকেল হবে। ওয়েস্ট হ্যামে তার ব্যক্তিগত শর্ত পূরণ নিয়ে কোনো সমস্যা হবে না বলেই ধারণা করা হচ্ছে।ব্রিটিশ গণমাধ্যমের ওই প্রতিবেদনেই বলা হয়েছে, ফিলিপ্সের বেতনের পুরোটাই দেবে ওয়েস্ট হ্যাম। শর্ত সাপেক্ষে মৌসুম শেষে তাকে পাকাপাকিভাবে কিনেও নিতে পারবে দলটি।