Saturday, February 8, 2025
বাড়িখেলাহ্যাটট্রিকে অনন্য ভিনিসিউস, আরেক রেকর্ডে ছুঁলেন রোনালদোকে

হ্যাটট্রিকে অনন্য ভিনিসিউস, আরেক রেকর্ডে ছুঁলেন রোনালদোকে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ জানুয়ারি: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার রেয়াল মাদ্রিদের ৪-১ গোলের জয়ের ৩৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিউস। তাতে অনন্য এক কীর্তি গড়া হয়ে যায় তার।রেয়াল মাদ্রিদের জার্সিতে যুগে যুগে মাঠ মাতিয়েছেন তো ব্রাজিলের কত কত ফুটবলার। তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তিন গোল করতে পারেননি তাদের কেউই! চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে হ্যাটট্রিক করা প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউসই।বার্সেলোনার হয়ে রেয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করার স্বাদ পেয়েছেন ব্রাজিলের দুজন। ১৯৫৮ সালে হ্যাটট্রিক করেন এভারিস্তো দে মাসেদো ফিলহো। তার ওই হ্যাটট্রিকের হাত ধরে ছয় বছরের মধ্যে প্রথমবার লা লিগা জয়ের স্বাদ পায় বার্সেলোনা। ৫ বছর বার্সেলোনায় খেলার পর এই ফরোয়ার্ড ৩ বছর খেলেন রেয়ালেও। সাদা জার্সিতে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।

তার অনেক বছর পর ১৯৯৪ সালে বার্সেলোনার জার্সিতে রেয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করেন কিংবন্তি রোমারিও। রেয়ালের হয়ে এমন কিছুর খরা এবার ঘোচালেন ভিনিসিউস।এই তিন গোলে বার্সেলোনার বিপক্ষে মোট ৬ গোল করে ফেললেন ভিনিসিউস। রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ে ব্রাজিলিয়ান কোনো ফুটবলারের সবচেয়ে বেশি গোলের রেকর্ডে তিনি স্পর্শ করলেন রোনালদোকে।এল ক্লাসিকোতে ৬ গোল করেছিলেন রোনালদোও। ‘দা ফেনেমোনেন’ অবশ্য খেলেছিলেন রেয়াল-বার্সা দুই দলেই।এছাড়া ব্রাজিলিয়ানদের মধ্যে এল ক্লাসিকোতে ৫টি করে গোল করেছেন রোনালদিনিয়ো ও রিভালদো। তারা দুজনই খেলেছেন বার্সেলোনায়।এল ক্লাসিকোতে প্রথমার্ধেই হ্যাটট্রিক করা ষষ্ঠ ফুটবলার ভিনিসিউস। এর মধ্যেই ৫ জনই এই নজির গড়লেন রেয়াল মাদ্রিদের জার্সিতে। সবশেষটি অবশ্য ছিল বেশ আগে, ১৯৯৫ সালে যা করেছিলেন চিলির গ্রেট ইভান সামোরানো।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য