Wednesday, February 12, 2025
বাড়িখেলাআবার চোট পেলেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

আবার চোট পেলেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৪ জানুয়ারি : আবার চোট পেলেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। পায়ের চোটে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঝপথেই মাঠ ছাড়তে হল তাঁকে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। পরে ফিল্ডিং করতে পারেননি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন টিম সাউদি। আইপিএলে শুভমন গিলের দল গুজরাত টাইটান্সের চিন্তা বাড়ালেন।

রবিবার নিউ জ়‌িল্যান্ডের ব্যাটিংয়ের দশম ওভারের সময় হঠাৎই ডান পায়ের হ্যামস্ট্রিং চেপে ধরেন উইলিয়ামসন। মাঠে চলে আসেন ফিজিয়ো। সেই সময় ১৫ বলে ২৬ রানে ব্যাট করছিলেন উইলিয়ামসন। জলপানের বিরতির পর তিনি আর খেলতে পারেননি। সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। উইলিয়ামসনের জায়গায় খেলতে নামে ড্যারিল মিচেল।
কিছু ক্ষণ পরেই একটি বিবৃতিতে নিউ জ়‌িল্যান্ড বোর্ড জানায়, দশম ওভারে একটি রান নিতে গিয়ে উইলিয়ামসন পেশিতে টান অনুভব করেছেন। তাঁর পেশি শক্ত হয়ে গিয়েছে। সাবধানতার কারণে তিনি তিনি ফিল্ডিং করতে নামবেন না।
সাম্প্রতিক কালে একের পর এক চোট পেয়েছেন উইলিয়ামসন। গত বছরের আইপিএলে প্রথম ম্যাচেই চোট পেয়ে গোটা প্রতিযোগিতা থেকে ছিটকে যান। ছ’মাস পরে বিশ্বকাপের আগে কোনও মতে সুস্থ হন। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বুড়ো আঙুলে চিড় ধরায় চারটি ম্যাচে খেলতে পারেননি।

গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁকে অধিনায়ক ঘোষণা করা হলেও চিকিৎসকদের পরামর্শে নাম প্রত্যাহার করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য