Saturday, February 15, 2025
বাড়িজাতীয়ওবিসি সম্প্রদায়কে অপমান রামদেবের !

ওবিসি সম্প্রদায়কে অপমান রামদেবের !

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৪ জানুয়ারি : ফের বিতর্কে যোগগুরু। এবার পিছিয়ে পড়া সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল বাবা রামদেবের বিরুদ্ধে। ‘অপমানজনক’ সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও রামদেব সাফাই দিয়েছেন, এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসির উদ্দেশে ওই মন্তব্য করেছেন, ওবিসি সম্প্রদায়কে অপমান করা উদ্দেশ্য ছিল না। কী এমন বলেছেন যোগগুরু?

যে ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি স্যন্দন ডিজিটাল) সেখানে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেন রামদেব। তিনি বলেন, “আমার আসল গোত্র হল ব্রাহ্মণ। আমি অগ্নিহোত্রী গোত্রের ব্রাহ্মণ। অনেকে বলেন বাবাজি ওবিসি। আমি একজন বৈদিক ব্রাহ্মণ। দ্বিবেদী ব্রাহ্মণ, ত্রিবেদী ব্রাহ্মণ, চতুর্বেদী ব্রাহ্মণ। আমি চারটি বেদ পড়েছি।” বাবাজির এমন মন্তব্যেই বিতর্ক শুরু হয়েছে। এই বক্তব্যে ওবিসি সম্প্রদায়কে ছোট করা হয়েছে, এমনটা দাবি অনেকের।

যদিও রামদেব সাফাই দিয়েছেন, “আমি ওবিসি বলিনি, বলেছি ওয়েইসি। ওর পূর্বজরা দেশবিরোধী ছিল। আমি ওকে সিরিয়াসলি নিই না।” যোগগুরু বিতর্ক সামলানোর চেষ্টা করলেও নেটিজেনদের একটি অংশ বেজায় ক্ষেপেছে রামদেবের মন্তব্য। তারা #বয়কটপতঞ্জলী প্রতিবাদ শুরু করেছে এক্স-সহ একাধিক সোশ্যাল মিডিয়ায়। তাদের অভিযোগ, পিছিয়ে পড়া সম্প্রদায়কে অপমান করেছেন রামদেব। এই প্রচার পতঞ্জলীর ব্যবসায় প্রভাব ফেলবে কি? সেটাই বড় প্রশ্ন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য