Friday, February 7, 2025
বাড়িখেলাখেলা ছাড়ার আগেই ধারাভাষ্যের পর এবার কোচিংয়ে কার্তিক

খেলা ছাড়ার আগেই ধারাভাষ্যের পর এবার কোচিংয়ে কার্তিক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জানুয়ারি: ইংল্যান্ড লায়ন্সের এই সফরের প্রথম ৯ দিন ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন কার্তিক। স্থানীয় কন্ডিশন নিয়ে ধারণা দেওয়ার পাশাপাশি ইংলিশদের ব্যাটিং নিয়ে কাজ করবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। লায়ন্সের প্রধান কোচ নিল কিলিনের পাশাপাশি পূর্ণকালীন সহকারি কোচ রিচার্ড ডসন ও কার্ল হপকিন্সের সঙ্গে কাজ করবেন কার্তিক। এছাড়াও এই সফরে ইংলিশদের মেন্টর হিসেবে থাকবেন সাবেক অফ স্পিনার গ্রায়েম সোয়ান।লায়ন্সের মূল ব্যাটিং পরামর্শক ইয়ান বেলের বিকল্প হিসেবে মূলত এই কদিনের জন্য কার্তিককে বেছে নেওয়া হয়েছে। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের সহকারী কোচের দায়িত্ব পালন করে বেল লায়ন্সের সঙ্গে ভারতে যোগ দেবেন ১৮ জানুয়ারি। ভারতের হয়ে কার্তিককে সবশেষ খেলতে দেখা গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর জাতীয় দলে আর সুযোগ না পেলেও হাল ছাড়েননি। খেলে যাচ্ছেন তিনি আইপিএল ও ঘরোয়া অন্যান্য আসরে। সবশেষ গত মাসে ভারতের শীর্ষ একদিনের ম্যাচের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর অধিনায়কত্ব করেছেন তিনি। 

খেলার ফাঁকে ফাঁকে গত কয়েক বছর ধরে ধারাভাষ্যও দিচ্ছেন কার্তিক। ইংল্যান্ডে স্কাই স্পোর্টসে কাজ করে বেশ নজর কেড়েছেন তিনি। নিজ দেশে তো কাজ করছেনই। এবার গত ওয়ানডে বিশ্বকাপেও স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ ছিলেন তিনি।এই ভারত সফরে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলবে ইংল্যান্ড লায়ন্স। প্রথমটি শুরু আগামী বুধবার। এর আগে শুক্রবার থেকে তারা খেলবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও। জশ বহাননের নেতৃত্বে ইংল্যান্ড লায়ন্সের হয়ে এই সফরে আছেন ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা অলিভার রবিনসন, অ্যালেক্স লিস, ম্যাট ফিশার, ম্যাথু পটসরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য