স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : রাতের আঁধারে রাতের বেলা নতুন বাজার স্থিত আশ্রম চৌমুহনী এলাকায় নিখিল সাহার বাড়িতে রমাজয় রিয়াং নামে এক ভাড়াটিয়ার TR 03 J 6783 নম্বরের পালসার বাইকে আগুন লাগিয়ে দেয়। রমাজয় রিয়াং আগুনে লেলিহান দেখতে পেয়ে চিৎকার শুরু করে।
সাথে সাথে এলাকাবাসীর ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময় এলাকাবাসী নতুনবাজার থানার পুলিশকে খবর দেয়। নতুনবাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। বাইকের মালিক রমাজয় রিয়াং জানান, বাড়িতে এর আগে এই ধরনের ঘটনা সংগঠিত হয়নি। তবে কয়েকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। তবে যে ঘটনাটি সেদিন ঘটেছে তার পেছনে নেশার কারবারিরা জড়িত থাকতে পারে বলে রমাজয় রিয়াং এর প্রাথমিক ধারণা। রমাজয় রিয়াং পেশায় সমগ্র শিক্ষার শিক্ষক। বাকিটা পুলিশের তদন্তে উঠে আসবে বলে জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে নতুনবাজার আশ্রম চৌমুহনী এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।