Saturday, December 13, 2025
বাড়িখেলাআইপিএল খেলতে পারবেন সূর্য কুমার যাদব?

আইপিএল খেলতে পারবেন সূর্য কুমার যাদব?

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর  :   এই ধাক্কার জন্য কোনও ভারতীয় সমর্থক তৈরি ছিলেন না। এমনকি খোদ সূর্য কুমার যাদবও নন। তবে সত্যিটা তো মেনে নিতেই হবে। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের বাঁ পায়ের গোড়ালির চোট এতটাই গুরুতর যে, তাঁর সম্বল এখন ক্রাচ। ক্রাচে ভর দিয়ে রাস্তাতে হাঁটতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন ‘স্কাই’।

দেখা গিয়েছে ক্রাচে ভর দিয়ে তিনি রাস্তায় হাঁটছেন। পাশাপাশি নিউম্যাটিক ওয়াকার  বুট পড়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিও-র ক্যাপশনে তারকা ব্যাটার লিখেছেন, ‘একটু সিরিয়াসভাবে বলতে গেলে যে কোনও ধরনের চোট কোনরকম কিছু মজার নয়। তবে আমি এই চোটকে মেনে নিয়েই এগিয়ে যাব। খুব তাড়াতাড়ি ফিরব প্রতিশ্রুতি দিলাম। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ফিট হয়ে যাব। আশা করছি আপনারা সবাই ছুটির মরশুম উপভোগ করছেন। প্রতিদিন আমি নতুন নতুন আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছি।’

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৬ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচ জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। পাশাপাশি সূর্যর ব্যাট থেকে ঝকঝকে একটি শতরান বেরিয়ে আসে। কিন্তু সেই ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি পায়ে মারাত্মক চোট পান। দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লে’র শুরুতেই অর্থাৎ ৬ ওভারের মধ্যেই চোট পেয়ে তিনি মাঠের বাইরে চলে যান। ফিল্ডিং করার সময় তাঁর গোড়ালি মুচড়ে যায়। শেষ পর্যন্ত সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন। অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে তিনি পায়ের উপর ভর দিতেই পারছিলেন না। বাকি ম্যাচে রবীন্দ্র জাদেজা টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন। আর এর পর সূর্যকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেল।

স্ক্যান করে জানা গিয়েছে তাঁর গ্রেড-২ ‘টিয়ার’ রয়েছে। অর্থাৎ ছিঁড়ে গিয়েছে। ফিল্ডিং করার সময় তাঁর গোড়ালি হঠাৎ করেই ঘুরে গিয়ে এই বিপত্তি দেখা গিয়েছিল। তাঁর স্ক্যান রিপোর্ট দেখার পরে চিকিৎসকরা জানিয়েছেন সূর্যকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে আর ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না। নতুন বছরে ঘরের মাঠে ভারতের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। প্রতিপক্ষ আফগানিস্তান দল। এই সিরিজে সূর্যর সার্ভিস পাবে না ভারতীয় দল।

একদিনের ক্রিকেটে তেমন সাফল্য না পেলেও, ২০ ওভারের ফরম্যাটে সূর্যর পারফরম্যান্স দেখার মতো। এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন তিনি।খুব স্বাভাবিকভাবেই সূর্যর এই চোট টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে। কারণ এই মুহূর্তে পরপর সিরিজ রয়েছে। আবার আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে প্রত্যেকেই চাইছে যাতে সূর্য ফিট হয়ে উঠুক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য