স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : শেষ হয়েছে ২০২৪ সালের আইপিএলের নিলাম পর্ব। দুবাইয়ের ‘কোকা কোলা এরিনা’তে একদিনের মধ্যেই শেষ হয় গোটা পর্ব। একদিনেই বিচার হয় বহু ক্রিকেটারের ভাগ্য। বড় অর্থের বিনিময়ে কেনা হয় একাধিক দেশি ও বিদেশী ক্রিকেটার। তবে এমন বহু তারকা ক্রিকেটার রয়েছে যারা দুর্ভাগ্যবশত কোনও দলে জায়গা পায়নি। কিন্তু এই সবকিছুর মাঝে বাজিমাত করেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। প্রায় ২৫ কোটি টাকার বিনিময়ে তাকে দলে জায়গা দেয় কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন বাদে আইপিএল খেলার বিষয় তিনি খুশি প্রকাশ করেছেন এবং এক সাক্ষাৎকারে জানিয়েছেন ঠিক কি কারনে তিনি দীর্ঘ সময় ধরে এই জনপ্রিয় প্রতিযোগিতা খেলেননি।
মঙ্গলবার, অর্থাৎ ১৯ ডিসেম্বর, এই প্রথম বিদেশের মাটিতে আয়োজিত হয় আইপিএলের নিলাম অনুষ্ঠান। প্রথমদিকে ২০ কোটি টাকা মূল্যে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নেয় অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। তবে তার পরমুহুর্তেই বদলে যায় গোটা মহল। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় অজি দলেরই তারকা পেসার মিচেল স্টার্ককে। দীর্ঘ আট বছর পর আইপিএল খেলার সুযোগ পাওয়ায় খুশি প্রকাশ করেছেন মিচেল স্টার্ক। লিসনার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে কি কারণে তিনি এক লম্বা সময় ধরে এই টুর্নামেন্টের বাইরে ছিলেন।
মিচেল বলেন, ‘এই টুর্নামেন্ট না খেলার পেছনে একটা বড় কারণ ছিল। তবে যেটাই হোক না কেন, এর থেকে আমার সুবিধাই হয়েছে। সত্যি বলতে গেলে আমি খুবই খুশি এই মুহূর্তে যেভাবে সবকিছু চলছে।’ পাশাপাশি তারকা পেসার আরও দাবি করেন যে এই বিরতির জন্য টেস্ট ক্রিকেটে তিনি অনেক লাভ পেয়েছেন। তিনি জানান, ‘আমি সত্যিই কৃতজ্ঞ কলকাতা নাইট রাইডার্সর কাছে আমাকে এত বড় অর্থের বিনিময় দলে জায়গা দেওয়ার জন্য। তবে সত্যি বলতে গেলে দীর্ঘদিন নিজেকে এর থেকে দূরে রেখেছিলাম বলেই টেস্ট ক্রিকেটে আমি এত ভালো পারফর্ম করতে পারছি। আমি খুশি যেভাবে আমার পারফরম্যান্স এগিয়ে চলছে।