স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ নভেম্বর: এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গত সোমবারের ম্যাচের শুরুর দিকে প্রতিপক্ষের বক্সে রোনালদো পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এরপরই পার্সেপোলিসের খেলোয়াড়রা সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে থাকেন।এরপরই অভাবনীয় কাণ্ড ঘটে। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে যোগ দেন রোনালদোও; বিরোধিতা করেন রেফারির সিদ্ধান্তের! হাত নেড়ে সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রেফারিকে বোঝাতে থাকেন যে পেনাল্টি পাওয়ার মত ফাউল হয়নি।এরপর মাঠে থাকা মনিটরে ঘটনাটি আবার দেখে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন রেফারি। প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া আল নাস্র শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে।এই ড্রয়ে এক ম্যাচ হাতে রেখেই আল নাস্র গ্রুপ ‘ই’’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।এই ম্যাচের আগে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯টি ম্যাচের ১৮টিতে জয় পেয়েছিল আল নাস্র।অবশ্য এ ম্যাচেই সমর্থকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রোনালদোর চোট পাওয়ার খবর। কাঁধে ব্যথা পেয়ে মাঠে পড়ে থাকতে দেখা যায় তাকে, ব্যথা পাওয়া কাঁধে হাত রাখতেও দেখা রোনালদোকে। ৭৮তম মিনিটে তাকে তুলে নেন কোচ।