স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন কর্মসূচি নাম দিয়ে জনগণের দুয়ারে পৌঁছাতে চাইছে ডাবল ইঞ্জিন সরকার। দলের শাখা সংগঠন গুলি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে জনগণের কাছে গিয়ে ইতিমধ্যে ভোট চাওয়ার রাস্তা খুঁজতে শুরু করেছে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে তপশিলি জাতি মোর্চার এক বৈঠকের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব টোটন দাস সহ অন্যান্যরা। সংগঠনের নেতা টোটন দাস জানান, আগামী ৬ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে সংবিধান গৌরব দিবস পালন করা হবে গোটা রাজ্যে।
ডঃ বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করে গেছেন, তা রাজ্যব্যাপী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে। সাংগঠনিকভাবে মন্ডল, বুথ, জেলা সহ গোটা রাজ্য সাজিয়ে তুলতে আগামী ১ ডিসেম্বর থেকে প্রবাস শুরু করা হবে। তিনি আরো বলেন লোকসভা নির্বাচনে বিজেপি -কে জয়ী করতে সরকারের উন্নয়নমূলক কাজ গুলি মানুষের কাছে পৌঁছানো হবে।