Sunday, September 8, 2024
বাড়িখেলাগ্রুপ সেরায় চোখ সিটি কোচের

গ্রুপ সেরায় চোখ সিটি কোচের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ নভেম্বর: ‘জি’ গ্রুপে চার ম্যাচের সবগুলোতেই জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে সিটি। সমান ম্যাচে ৯ পয়েন্টে দুইয়ে থাকা লাইপজিগও এই গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে। দুই দলের এবারের ম্যাচটি তাই হয়ে উঠেছে গ্রুপ সেরা হওয়ার লড়াই।দুই দলের প্রথম লেগের লড়াইয়ে শিরোপাধারী সিটি জিতেছিল ৩-১ গোলে। ফিরতি ম্যাচে মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা।এ ম্যাচে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যাবে সিটির। নিজেদের গ্রুপে সেরা হলে নকআউট পর্বের শুরুতেই তারা এড়াতে পারবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন প্রতিপক্ষকে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা তুলে ধরেন গ্রুপ সেরা হওয়ার গুরুত্ব।“আমাদের জিততে বা ড্র করতে হবে। দুই দলই নকআউট পর্বে যাওয়ার প্রথম লক্ষ্য পূরণ করেছে; ফেব্রুয়ারিতে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনের জন্য লাইপজিগকে অভিনন্দন।”“শীর্ষে থেকে শেষ করাটা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে, আমরা যখন শেষ ষোলোতে খেলব, তখন ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলাটা হয়ত নির্ধারক নয়, তবে একটা সুবিধা দেয় এবং আমাদের সেই সুবিধাটা নিতে হবে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য