Sunday, January 26, 2025
বাড়িখেলাআন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রাভোর বিরতি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রাভোর বিরতি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ নভেম্বর: ইনস্টাগ্রামে লম্বা এক পোস্ট দিয়ে রোববার বিষয়টি জানান ব্রাভো। আবার কবে ফিরতে পারেন, সেটা উল্লেখ করেননি ৩৪ বছর বয়সী ক্রিকেটার।সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন ব্রাভো। সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের লিস্ট ‘এ’ প্রতিযোগিতা সুপার ৫০-এ দারুণ পারফর্ম করলেও ইংলিশদের বিপক্ষে আসছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বিবেচনাতে রাখা হয়নি তাকে। ওই টুর্নামেন্টে ৮৩.২০ গড়ে ৪১৬ রান করেন তিনি।ব্রাভো লিখেছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবনা থেকেই কিছু সময়ের জন্য বিরতির সিদ্ধান্ত তার।“চিন্তা করার জন্য আমি কিছুটা সময় নিয়েছি এবং ভেবেছি একজন ক্রিকেটার হিসেবে আমার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত।”
জাতীয় দল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ একাডেমি স্কোয়াডেও জায়গা হয়নি ব্রাভোর, যে দলটি ঘরের মাঠে খেলছে আয়ারল্যান্ড একাডেমির বিপক্ষে। এমনকি তাকে রাখা হয়নি দক্ষিণ আফ্রিকা সফরের ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলেও।অভিমানী ব্রাভো লিখেছেন, বিরতির সিদ্ধান্ত নিতে তাকে একরকম বাধ্য করা হয়েছে।“কোনো ধরনের যোগাযোগ করা ছাড়াই আমাকে খুব অন্ধকার জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনটি দল একাধিক সংস্করণ বা সিরিজে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছে। যেখানে প্রায় ৪০ থেকে ৪৫ জন খেলোয়াড় আছে। আমাদের আঞ্চলিক টুর্নামেন্টে যথেষ্ট রান করার পরও যদি এই দলগুলোর একটিতেও থাকতে না পারি, তাহলে তারা (নির্বাচকরা) মূলত আমাকে বলছে যে, আমার জন্য দরজা বন্ধ হয়ে গেছে।”২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৬ টেস্ট, ১২২ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন ৭ হাজারের বেশি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য