Friday, January 17, 2025
বাড়িখেলাডিজনিতে হঠাৎই ‘মেসি, মেসি’ স্লোগান

ডিজনিতে হঠাৎই ‘মেসি, মেসি’ স্লোগান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ নভেম্বর: ইউরোপের ফুটবলের মতো এত ঠাসা সূচি নেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। মৌসুম শেষ হয়ে গেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামির। আর্জেন্টিনা দল নিয়েও আপাতত ব্যস্ততা নেই তাঁর। সব মিলিয়ে পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।এরই অংশ হিসেবে মেসি তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আর তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে গিয়েছিলেন ডিজনি ওয়ার্ল্ড রিসোর্টে।নিরাপত্তাকর্মী আর কাছের কয়েকজন বন্ধুকে নিয়ে ডিজনি গিয়েছিলেন মেসি। তিনি পরে ছিলেন হুডি। চেষ্টা ছিল যেন খুব বেশি মানুষ তাঁকে চিনতে না পারে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। মেসিকে দেখে অনেকেই চিনতে পেরে যায়।

নিরাপত্তাকর্মীদের তোয়াক্কা না করে ডিজনিতে বেড়াতে যাওয়া মানুষেরা মেসির সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসে। কেউ কেউ করে সেলফি তোলার আবদার। হঠাৎই চারদিকে একটা শোরগোল পড়ে যায়। ডিজনিতে বেড়াতে যাওয়া মানুষেরা মেসির নামে স্লোগানও দিতে শুরু করে। ‘মেসি, মেসি’—এই স্লোগানে হঠাৎই মুখর হয়ে ওঠে ফ্লোরিডার অরল্যান্ডোর ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট। এমনিতেই মেসির জনপ্রিয়তা বিশ্বজোড়া। এ ছাড়া ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর মায়ামিকে প্রথমবার শিরোপা জিতিয়ে অল্প সময়ের মধ্যেই সেখানকার ফুটবলপ্রেমীদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন মেসি। ফ্লোরিডার সময় গত শনিবারও এটা আরেকবার প্রমাণিত হয়েছে ডিজনি ওয়ার্ল্ড রিসোর্টে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য