Wednesday, April 30, 2025
বাড়িখেলাআর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার রদ্রিগোর পাশে নেইমার

আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার রদ্রিগোর পাশে নেইমার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ নভেম্বর: বিশ্বকাপ বাছাইপর্বে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের পর বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উদ্দেশে বিভিন্ন বর্ণবাদী গালি দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা।ঘটনার শুরু গত বুধবার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ থেকে। সংঘাতপূর্ণ সেই ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন রদ্রিগো। সংবাদমাধ্যমে খবর আসে, আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্দেশে রদ্রিগো বলেছিলেন, ‘তোমরা কাপুরুষের মতো আচরণ করছ।’ এর উত্তরে মেসি বলেছিলেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা কীভাবে কাপুরুষ হব? নিজের মুখটা সামলাও।’

এই ঘটনার পর সেদিনের ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রিগোকে আক্রমণ করেন। যা নিয়ে রদ্রিগো তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বর্ণবাদীরা সব সময়ই সক্রিয়। আমার সামাজিক যোগাযোগমাধ্যম অপমান আর বাজে জিনিসে ভরে গেছে। আমরা যদি তাদের চাওয়ার মতো কাজ না করি, তাদের ভাবনা অনুযায়ী আমরা যদি আচরণ না করি, আমরা যে জার্সিটি পরি, সেটা যদি তাদের বিরক্তির কারণ হয়, আমরা যদি মাথা নিচু না করি, তাহলেই আমাদের আক্রমণ করা হয়।’রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো এখানেই থামেননি। তিনি এরপর লিখেছেন, ‘তারা যেটাকে নিজেদের জায়গা মনে করে, সেখানে আমরা থাকলে বর্ণবাদীরা তাদের সমস্ত অপরাধমূলক আচরণ নিয়ে আক্রমণ করে। কিন্তু তাদের দুর্ভাগ্য যে আমরা থামব না।’রদ্রিগোর এই পোস্ট দেখার পর নিজের ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘তোমার জ্বলে ওঠা তাদের বিরক্ত করে। কখনোই থেমো না।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য