Friday, January 17, 2025
বাড়িখেলাসংযুক্ত আরব আমিরাতের ক্লাবে ইনিয়েস্তা

সংযুক্ত আরব আমিরাতের ক্লাবে ইনিয়েস্তা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৯ আগস্ট: সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার ইনিয়েস্তাকে স্বাগত জানায় ক্লাবটি। ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চু্ক্তির বিস্তারিত জানানো হবে বুধবার সংবাদ সম্মেলনে।ইউএই প্রো লিগে গত মৌসুমে রানার্স আপ হয়েছিল এই এমিরেটস ক্লাব।জাপানের ক্লাব ভিসেল কোবেতে ৫ বছর কাটিয়ে থেকে সম্প্রতি বিদায় নেন ইনিয়েস্তা। ২০১৮ সালে বার্সেলোনায় বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনে ভিসেল কোবেতে যোগ দেন তিনি। পরের বছরই প্রথম শিরোপার স্বাদ পান এম্পেরর কাপে। এছাড়াও এফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম আসরেই সেমি-ফাইনালে পৌঁছে যায় ক্লাবটি। সেই সাফল্যের ধারাবাহিকতা পরে আর থাকেনি। এমনকি এই ক্লাবে শেষটাও নিজের মনমতো করতে পারেননি তিনি। কোচের ভরসা আর পাচ্ছেন না বলে মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন। গত মাসের শুরুতে শেষ ম্যাচটি খেলে বিদায় নেন কান্নাভেজা চোখে। বার্সেলোনার হয়ে সমৃদ্ধ ক্যারিয়ারে ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩০টি ট্রফি জিতেছেন ইনিয়েস্তা। স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের পাশাপাশি জিতেছেন ২০১০ বিশ্বকাপ শিরোপা। বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করাসহ ক্লাব ও দেশের হয়ে সব সাফল্যেই তার ছিল উল্লেখযোগ্য অবদান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য