Friday, January 24, 2025
বাড়িখেলারিয়ালের পর এসি মিলানকেও হারাল বার্সা

রিয়ালের পর এসি মিলানকেও হারাল বার্সা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২ আগস্ট: জয় দিয়েই যুক্তরাষ্ট্র সফর শেষ করল বার্সেলোনা। আজ প্রাক্‌–মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। আনসু ফাতির করা দারুণ এক গোল জিতিয়েছে বার্সাকে।দ্বিতীয়ার্ধের শুরুতে আবদে এজ্জালজুলির বদলি হিসেবে মাঠে নামেন ২০ বছর বয়সী ফাতি। ১০ মিনিট পরেই গোল পেয়ে যান তরুণ বার্সা উইঙ্গার। লেফট ব্যাক আলেহান্দ্রো বালদেকে নিয়ে মিলানের রক্ষণের ডান প্রান্তটাকে তটস্থ করে রেখেছিলেন ফাতি। ৫৫ মিনিটে পাওয়া গোলটিও দুজনের বোঝাপড়ার ফসল। বালদের কাছ থেকে বল পেয়েই মিলানের পেনাল্টি বক্সের ভেতর থেকে দারুণ এক বাঁকানো শটে দূরের পোস্টে গোল পেয়ে যান ফাতি। যুক্তরাষ্ট্র সফরে ঠিক আগের ম্যাচে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সা। সেই ম্যাচের শুরুর একাদশের সাতজনকে বেঞ্চে বসিয়ে আজ ম্যাচ শুরু করেছিলেন জাভি হার্নান্দেজ। তবে তাতে তেমন কোনো উনিশ-বিশ হয়নি। বার্সা আজও লাস ভেগাসে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণে তছনছ করেছে মিলানের রক্ষণভাগ। ফাতি মাঠে নামার আগে রাফিনিয়া ও এজ আবদেরা ব্যতিব্যস্ত রেখেছিলেন মিলানকে।তবে এসি মিলানও বেশ কয়েকবার পরীক্ষা নিয়েছে বার্সার রক্ষণের। বার্সার জয়ে ভূমিকা রেখেছেন গোলরক্ষক ইনিয়াকি পেনিয়াও। ১৭ মিনিটে দারুণ এক সেভ করেছেন ২৪ বছর বয়সী গোলরক্ষক।লা লিগা শুরু হবে আগামী ১৩ আগস্ট। তার আগে ৮ আগস্ট ঘরের মাঠে হোয়ান গাম্পার ট্রফিতে ইংলিশ ক্লাব টটেনহামের বিপক্ষে খেলবে বার্সা। প্রাক্‌–মৌসুমে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বার্সা, জিতেছে তিনটিতেই। অন্য ম্যাচটিতে আর্সেনালের কাছে ৫-৩ গোলে হেরেছে কাতালান ক্লাবটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য