স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯জুন: ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব ছিল রোমাঞ্চে ঠাসা। চমকপ্রদ কিছুর প্রত্যাশা থাকছে আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সেও। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ওমান—ছয় দলের এই লড়াই থেকে দুই দল পাবে ভারত বিশ্বকাপের মূল পর্বের টিকিট। এই দৌড় পিছিয়ে থেকে শুরু করতে হচ্ছে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। কাগুজে সম্ভাবনায় বাছাইপর্বের ফেবারিট দলগুলোর একটি হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও ক্যারিবীয়দের মাঠের পারফরম্যান্স ছিল গড়পড়তা। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার ওভারে হেরেছে শাই হোপের দল। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।টুর্নামেন্টের আরেক ফেবারিট শ্রীলঙ্কানদের কাছে দাপুটে পারফরম্যান্সের প্রত্যাশা ছিল। দাসুন শানাকার দল সব কটি ম্যাচ জিতে সে প্রত্যাশা মিটিয়েছে। সুপার সিক্স পর্বে লঙ্কানরা এসেছে ৪ পয়েন্ট নিয়ে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে আছে স্বাগতিক জিম্বাবুয়ে। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের পয়েন্ট ২। রান রেটে এগিয়ে থাকা স্কটল্যান্ড আছে তিন নম্বরে, নেদারল্যান্ডস চারে। খালি হাতে সুপার সিক্সে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ও ওমান।