Monday, May 26, 2025
বাড়িখেলাটেন হাগের সঙ্গে বন্ধুত্ব নেই গার্দিওলার

টেন হাগের সঙ্গে বন্ধুত্ব নেই গার্দিওলার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩ জুন: প্রিমিয়ার লিগ জিতে ট্রেবল–মিশনের প্রথম ধাপ আগেই পেরিয়েছে ম্যানচেস্টার সিটি। আজ রাতে দ্বিতীয় ধাপে এফএ কাপ ফাইনালে সিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ডার্বিতে ইউনাইটেড বাধা পেরোলেই স্বপ্নের ট্রেবল জয়ের শেষ ধাপে পৌঁছে যাবে সিটি। তখন অপেক্ষা থাকবে শুধু চ্যাম্পিয়নস লিগ জয়ের।তবে কাজটা যে সহজ হবে না, জানা আছে সিটি বস পেপ গার্দিওলার। সদ্য শেষ হওয়া লিগে ইউনাইটেডের উন্নতি খুব কাছ থেকেই দেখেছেন গার্দিওলা। তাই ফাইনালের আগে ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে সমীহ করার কথা জানিয়েছেন গার্দিওলা। পাশাপাশি টেন হাগের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন এই স্প্যানিশ কোচ।

স্যার আলেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে ধুঁকছিল ইউনাইটেড। থিতু হতে লম্বা সময় ধরে সংগ্রাম করছিল ক্লাবটি। সেই ‘রেড ডেভিল’দের নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন টেন হাগ। প্রথম মৌসুমেই উন্নতির ছাপ দেখা গেছে তাঁর দলে। টেন হাগের ইউনাইটেডকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন গার্দিওলাও। তিনি বলেছেন, ‘আপনি দলটিকে (ইউনাইটেডকে) প্রতিনিয়ত উন্নতি করতে দেখেছেন। প্রিমিয়ার লিগে (কোনো কোচের) প্রথম মৌসুমে যা মোটেই সহজ নয়। আর এটিই আমার কাছে খুব ভালো একজন কোচের পরিচয়কে তুলে ধরে।’টেন হাগকে প্রশংসায় ভাসালেও দুজনের মধ্যে যে কোনো বন্ধুত্ব নেই, সেটিও স্পষ্ট করেছেন গার্দিওলা। তিনি আরও বলেছেন, ‘সে এমন একজন, যে আমাদের কোচদের পেশাটাকে মাঠে এবং মাঠের বাইরে যথাসম্ভব ভালোভাবে উপস্থাপন করে। আমি বলতে পারি না যে আমরা খুব ভালো বন্ধু। কারণ, আমাদের মাঝে তেমন যোগাযোগ নেই। কিন্তু আমি মনে করি, ইউনাইটেডের একজন অসাধারণ কোচ আছে।’অন্যদিকে শিরোপা লড়াইয়ে সিটিকে থামানো যে চ্যালেঞ্জিং, তা ভালোই জানা আছে টেন হাগের। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের কাজেই মনোযোগ দিতে চান ইউনাইটেড কোচ, ‘আমরা কাপ জিততে চাই, তাদের থামাতে নয়। আমাদের সামনে দারুণ একটা সুযোগ আছে। ওয়েম্বলি সম্ভবত বিশ্বের সেরা স্টেডিয়াম। এখানে কাপের ফাইনাল খেলাটা দারুণ রোমাঞ্চকর।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!