স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩১ মে: ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে চোট পান মার্শিয়াল। মৌসুমের শেষ ম্যাচ জিতে তৃতীয় হয়ে লিগ শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড।বিবৃতিতে মঙ্গলবার ইউনাইটেড জানায়, পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় ফাইনালে খেলতে পারবেন না মার্শিয়াল।বারবার চোটের থাবায় প্রিমিয়ার লিগে এই মৌসুমে ২১ ম্যাচ খেলে স্রেফ ৬টি গোল করতে পেরেছেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড, গোলে সহায়তা করতে পেরেছেন ২টি।শনিবারের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। এই ম্যাচ জিততে পারলে মৌসুমের দ্বিতীয় শিরোপার স্বাদ পাবে এরিক টেন হাগের দল। গত ফেব্রুয়ারিতে তারা জিতে নিয়েছে লিগ কাপ। এফএ কাপ জিততে পারলে সিটির ট্রেবল জয়ের আশাও ভেঙে দিতে পারবে তারা।মার্শিয়ালকে হারালেও আন্তোনিকে পাওয়ার আশা এখনও আছে ইউনাইটেডের। গত বৃহস্পতিবার চেলসির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান উইঙ্গারকে। তবে তিনি সময়মতো ফিট হয়ে উঠবেন বলে ধারণা করছেন কোচ টেন হাগ।