Sunday, July 27, 2025
বাড়িখেলারিয়ালের জালে চার গোল দিয়ে কাস্তেইয়ানোসের ‘স্বপ্নের রাত’

রিয়ালের জালে চার গোল দিয়ে কাস্তেইয়ানোসের ‘স্বপ্নের রাত’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৬ এপ্রিল: এই ম্যাচের আগেও ফুটবলবিশ্বে পরিচিতি তেমন একটা ছিল না তার। থাকার মতো তেমন কিছু করতেও পারেননি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার থেকে ধারে খেলতে এসেছেন তিনি জিরোনায়। তাকে ঘিরে আগ্রহ থাকার কথাও নয়। কিন্তু রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করা রাতের পর এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড এখন কৌতূহলের কেন্দ্রে। দুই বছর আগে তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন পেপ গুয়ার্দিওলা, সেই ঘটনাও এখন জানা যাচ্ছে।লা লিগায় মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়নদের ৪-২ গোলে হারানোর ম্যাচে জিরোনার সবকটি গোলই করেন কাস্তেইয়ানোস।রিয়াল মাদ্রিদের জালে একাই ৪ গোল দেওয়ার কাজটি যে কতটা কঠিন, তা তুলে ধরবে ইতিহাস। সবশেষ তাদের বিপক্ষে ৪ গোল করতে পেরেছিলেন রবের্ত লেভানদোভস্কি। ২০১৩ চ্যাম্পিন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে অমন বিধ্বংসী পারফরম্যান্স করেছিলেন এখন বার্সেলোনায় চলে আসা ফরোয়ার্ড।লা লিগায় রিয়ালের বিপক্ষে ৪ গোল খুঁজতে হলে যেতে হবে কয়েক যুগ পেছনে! সেই ১৯৪৭ সালে রিয়াল ওভিয়েদোর হয়ে ৫ গোল করেছিলেন এস্তেবান এচেভেরিয়া।কাস্তেইয়ানোস ফিরিয়ে আনলেন রিয়ালকে বিব্রত করার সেই ইতিহাস। জন্ম তার আর্জেন্টিনার মেন্দোসায়। পুরো নাম ভালেন্তিন মারিয়ানো হোসে কাস্তেইয়ানোস হিমেনেস। ডাকনামের সঙ্গে মিলিয়ে তাকে ট্যাটি কাস্তেইয়ানোস নামেই বেশি ডাকা হয় তাকে।

জিরোনায় যমন তিনি ধারে খেলছেন, তার ক্লাব ক্যারিয়ারের অনেকটা সময় কেটেছে এভাবে অতিথি হয়েই। নিজ শহর মেন্দোসার একটি ক্লাবের একাডেমির হয়ে খেলা শুরু করে পরে তিনি পাড়ি জমান চিলির ক্লাব ইউনিভার্সিদাদের যুব দলে। ২০১৭ সালে এই ক্লাবের হয়েই ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে তার অভিষেক। ওই মৌসুমেই তাকে ধারে পাঠানো হয় উরুগুয়ের ক্লাব মন্দেভিদেয়ো সিটি তর্কেতে। পরের বছর এই ক্লাবেই চলে যান তিনি। সেখান থেকে ধারে খেলতে যান তিনি মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক এফসিতে। নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই গোলের দেখা পান তিনি। পরের বছর ‘অপশন টু বাই’ কাজে লাগিয়ে তাকে দলে নিয়ে নেয় নিউ ইয়র্ক এফসি।যুক্তরাষ্ট্রের ফুটবলে পাকাপাকিভাবে নাম লিখিয়ে হয়ে ওঠেন ক্লাবের অবিচ্ছেদ্য অংশ। প্রথম মৌসুমে ক্লাবের হয়ে ১১ গোল করেন তিনি, সহায়তা করেন ৭ গোলে। কোভিড মহামারিতে বাধাগ্রস্ত পরের মৌসুমে খুব ভালো কিছু করতে পারেননি তিনি। তবে তার সেরাটা মেলে ধরেন ২০২১ সালে। সেবার ১৯ গোল করে ও ৮ গোলে সহায়তা করে জিতে নেন মেজর লিগ সকার গোল্ডেন বুট।

তখনই তিনি নজরে আসেন ম্যানচেস্টার সিটির স্কাউটদের। সিটির কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে তখন স্কাউটদের আলোচনা হয় তাকে দলে নেওয়া নিয়ে। নিউ ইয়র্ক এফসির এমএলএস কাপ জয়ে বড় অবদান ছিল কাস্তেইয়ানোসের। সেই ম্যাচটি একটি রেস্টুরেন্টে বসে দেখেছিলেন গুয়ার্দিওলা। ওই ম্যাচ দেখেই এই ফরোয়ার্ডকে মনে ধরে সিটি কোচের। সেই মুগ্ধতার কথা তিনি বলেছিলেন পরে এক সংবাদ সম্মেলনেও।“আমার মনে হয়, এই ছেলেটির পরের পদক্ষেপ হবে ইউরোপে। স্কাউটিং বিভাগ আমাকে ওর কথা বলার পর যা দেখলাম, তাকে দারুণ মানসম্পন্ন ফুটবলার মনে হলো তাকে এবং ইউরোপের যেতে তাকে তৈরি বলেই মনে হলো।”শেষ পর্যন্ত গুয়ার্দিওলার দলে তাকে দেখা যায়নি, তবে ইউরোপে ঠিকই পা রাখেন তিনি। আরেক দফা ধারের পালায় গত বছরের জুলাইয়ে তিনি আসেন স্পেনে। এক মৌসুমের জন্য ধারে প্রথমবারের মতো তাকে ইউরোপে নিয়ে আসে জিরোনা। মঙ্গলবারের আগ পর্যন্ত লিগে তার গোল ছিল ৭টি। এবার এক ম্যাচেই ৪ গোল করে তিনি উঠে এলেন শিরোণামে।

ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া প্রতিক্রিয়ায় কাস্তেইয়ানোসের উচ্ছ্বাস ফুটে উঠছিল পুরোপুরিই।“এটা ছিল স্বপ্নের এক রাত। বিশ্বের সেরা দলগুলির একটির বিপক্ষে অসাধারণ এক ম্যাচ খেলেছি আমরা। আমি কখনও ভাবতেও পারিনি… মাদ্রিদের বিপক্ষে গোল করার স্বপ্ন আমার ছিল, কিন্তু চার গোল করা কখনও কল্পনাও করতে পারিনি। আমি সত্যিই খুব খুশি।”“সমর্থকদের সঙ্গে আজকের ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য এবং আমার সতীর্থ, পরিবার, মেন্দোসার (জন্ম শহর) মানুষেরা এবং এখনও পর্যন্ত যারা আমার পাশে থেকেছেন নানাভাবে, সবার প্রতি কৃতজ্ঞ আমি। সবকিছুর জন্য আমি খুশি।”আর্জেন্টিনার জাতীয় দলে এখনও তার খেলা হয়নি। তবে অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন। রিয়ালকে গুঁড়িয়ে দেওয়ার পর জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির নজর তার ওপর পড়লে হয়তো বিস্ময়ের কিছু থাকবে না।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!