Friday, March 21, 2025
বাড়িখেলাসিটির বিপক্ষে ‘মিরাকল’ কিছুর আশায় টুখেল

সিটির বিপক্ষে ‘মিরাকল’ কিছুর আশায় টুখেল

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,১৯ এপ্রিল: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন বুধবার নিজেদের মাঠে মুখোমুখি হয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে। ঘরের মাঠে এমনিতে তাদের এগিয়েই থাকার কথা। কিন্তু বাস্তবতা এখানে ভিন্ন। প্রথম লেগে যে ৩-০তে হেরে বসে আছে তারা।এখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজটা কতটা কঠিন, তা জানা আছে টুখেলের। দলকে তাই স্বপ্ন দেখতে মানা করছেন মাত্রই কিছু দিন আগে দায়িত্ব নেওয়া এই কোচ। তবে তিনি বলছেন নিজেদের সামর্থ্যে ভরসা রাখতে।“আমাদের অলৌকিক কিছুর প্রয়োজন। এটা সত্যি বলতে মিরাকল হবে। কাজটা কঠিন, ভীষণ চ্যালঞ্জিং। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে। নিজেদের ওপর বিশ্বাস আছে আমাতের, তবে আমরা স্বপ্ন দেখতে চাই না। স্বপ্ন দেখা হলো ঘুমানোর কাছাকাছি কিছু এবং একটা ব্যাপার এই ম্যাচে কোনোভাবেই করা যাবে না, তা হলো এক সেকেন্ডের জন্যও ঘুমানো।”

“আমাদের বিশ্বাস করতে হবে এবং পারফরম্যান্স, টিম স্পিরিট ও প্রাণশক্তি  দিয়েই এটা ঘটাতে হবে। আমরা নিজেরা আছি, সমর্থকেরা আমাদের সঙ্গে লড়তে তৈরি এবং এরপর বাস্তবতা মাথায় রেখে এগোতে হেব আমাদের।”টুখেলের মতে, চ্যালেঞ্জের সবটুকু একবারে ভাবনায় না রেখে চাপ না নিয়ে ছোট ছোট পদক্ষেপে জয়ের পথে এগিয়ে যেতে হবে।“এখনই পর্বতের চূড়ার দিকে তাকালে এটা ধরাছোঁয়ার বাইরে মনে হতে পারে। আমাদের তাই একটি করে পদক্ষেপে এগোতে হবে। একটু একটু করে। চ্যালেঞ্জ এমনিতেই যথেষ্টই কঠিন, এটার পরিধি চিন্তা করে আরও কঠিন করে তোলা যাবে না। আমরা যাত্রা শুরু করব এবং শেষ পর্যন্ত যেতে লড়াই করব।”এই ম্যাচের স্কোয়াডে টুখেল রেখেছেন বিতর্কের কেন্দ্রে থাকা সাদিও মানেকে। সিটির বিপক্ষে আগের লেগের ম্যাচ শেষেই তর্কাতর্কির এক পর্যায়ে সতীর্থ লেরয় সানের মুখে তিনি ঘুষি মেরে দেন বলে অভিযোগ আছে। শাস্তিও পেতে হয়েছে তাকে। তবে বিতর্কের সেই অধ্যায় ফেলে মানেকে নিয়ে এখন সামনে তাকাচ্ছেন টুখেল।“সাদিও স্কোয়াডে আছে। এই ঘটনা নিয়ে আমরা আর কোনো কথা বলছি না। সিদ্ধনান্ত নেওয়া হয়ে গেছে। সে শুরুতে একাদশে থাকবে নাকি বেঞ্চে, সেটা জানার জন্য আগামীকাল (বুধবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য