স্যন্দন ডিজিটেল ডেস্ক,,১৮ এপ্রিল: অস্ত্রোপচারের টেবিলে হাস্যোজ্জ্বল ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মার্তিনেস লিখেছেন, “সবকিছু খুব ভালোভাবেই হয়েছে, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ আপনাদের বার্তার জন্য। এখন মনোযোগ সেরে ওঠায়।”গত বৃহস্পতিবার ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়ে প্রতিপক্ষের দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন মার্তিনেস। দুই দিন পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।চলতি মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে দ্রুত দলের রক্ষণের ভরসা হয়ে ওঠেন মার্তিনেস। নতুন ক্লাবের হয়ে লিগ কাপের শিরোপা জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে এই মৌসুমে ৪৫ ম্যাচে মাঠে নামেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার।