Wednesday, June 7, 2023
বাড়িখেলাসানে ও মানের হাতাহাতির খবর

সানে ও মানের হাতাহাতির খবর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ এপ্রিল: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ম্যানচেস্টার সিটির মাঠে বায়ার্নের ৩-০ গোলে পরাজয়ের পর এই ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমগুলি জানায়। সেই ম্যাচে মাঠের ভেতরও কিছু একটা নিয়ে তর্ক করতে দেখা গেছে এই দুজনকে। সেটির রেশ ম্যাচ শেষে বয়ে যায় ড্রেসিং রুমেও। বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানির খবর, সতীর্থরা ছুটে গিয়ে আলাদা করেন দুজনকে।বিল্ড জানায়, মাঠে সানের কথা বলার ধরন নিয়ে অভিযোগ জানান মনে। ম্যানচেস্টার থেকে মিউনিখে ফেরার পর বিমানবন্দর থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয় মানেকে। সানে ফেরেন টিম বাসেই। বায়ার্ন মিউনিখ এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। আফ্রিকার দুইবারের বর্ষসেরা ফুটবলার মানে চলতি মৌসুমেই লিভারপুল থেকে যোগ দেন বায়ার্নে। আগে ইংলিশ ফুটবলে ছিলেন সানেও। ম্যানচেস্টার সিটি থেকে তিনি ২০২০ সালে নাম লেখান বায়ার্নে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য