Saturday, March 15, 2025
বাড়িখেলাঅ্যানফিল্ড ‘জঙ্গলের’ জন্য আর্সেনালকে প্রস্তুত রাখছেন আর্তেতা

অ্যানফিল্ড ‘জঙ্গলের’ জন্য আর্সেনালকে প্রস্তুত রাখছেন আর্তেতা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ এপ্রিল: ইংলিশ প্রিময়ার লিগে এবার দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচানোর স্বপ্নময় অভিযানে ছুটছে আর্সেনাল। তবে সেই লক্ষ্য পূরণের আগে আরেকটি বহু বছরের অপ্রাপ্তি অবসানের চ্যালেঞ্জ তাদের সামনে। রোববার তারা খেলতে নামবে লিভারপুলের মাঠে। যে মাঠে প্রিমিয়ার লিগে তাদের জয় নেই ১০ বছর ধরে।শুধু জয়ের খরাই নয়, এই মাঠে একের পর এক ম্যাচে নাস্তানাবুদ হয়েছে তারা বাজেভাবে। ৫-১ গোলে হেরেছে দুই দফায়, হেরেছে ৪-০ গোলে। সবশেষ ২০১২-১৩ মৌসুমে অ্যানফিল্ডে জিতেছিল আর্সেনাল ২-০ গোলে, যে ম্যাচে আর্সেনালের জার্সি গায়ে খেলেছিলেন এখনকার কোচ আর্তেতা। সেখানে জয়ের রসায়ন তাই অজানা নয় তার। এবার সেখানে যাওয়ার আগে ফুটবল স্কিলের পাশাপাশি মানসিকভাবে দলকে প্রস্তুত রাখায় জোর দিচ্ছেন আর্সেনাল কোচ। 

“খেলোয়াড়দের চিড়িয়াখানায় অনুশীলন করানোর পর রোববার জঙ্গলে গিয়ে লড়াই করা যায় না। এটা অসম্ভব। নিজেদের মেলে ধরতে হবে। ছেলেদেরকে সেভাবেই প্রস্তুত করতে হবে। ওখানে তাদের জন্য কী অপেক্ষা করছে, কিসের মুখোমুখি হবে তারা, এটা তাদেরকে বলতে হবে এবং মেনে নিতে হবে।”২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে এখন লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আর্সেনাল। সেখানে লিভারপুল আছে আট নম্বরে। ২৮ ম্যাচ থেকে তাদের প্রাপ্তি মোটে ৪৩ পয়েন্ট। তবে এমন দুঃসময়েও ঘরের মাঠ অনেকটা দুর্গ হয়েই আছে তাদের জন্য। চলতি লিগে নিজেদের মাঠে কেবল লিডস ইউনাইটেডের কাছে হেরেছে তারা। অ্যানফিল্ডে এবার জিততে পারলে এই মাঠে দীর্ঘদিনের অধরা সাফল্যই শুধু ধরা দেবে না, শিরোপা জয়ের পথেও বড় এক পদক্ষেপ নেবে আর্সেনাল। আর্তেতা তাই চেষ্টা করছেন দলকে তাতিয়ে দিতে। “আমরা জানি এই চ্যালেঞ্জটি অনেক বড়। তবে আমি এটাকে দেখছি বড় সুযোগ হিসেবেও। অ্যানফিল্ডে গিয়ে এমন কিছু করা, যেটা আমরা অনেক বছর ধরে করতে পারিনি। গত কয়েক দিন ধরেই এটিই চালিকাশক্তি হয়ে দলকে প্রেরণা জোগাচ্ছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য