Saturday, September 30, 2023
বাড়িখেলাবেনজেমা, ক্রুস, মদ্রিচের অভিজ্ঞতা ‘বাজারে কিনতে পাওয়া যায় না’

বেনজেমা, ক্রুস, মদ্রিচের অভিজ্ঞতা ‘বাজারে কিনতে পাওয়া যায় না’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ এপ্রিল: মদ্রিচের বয়স ৩৭ পেরিয়ে গেছে গত সেপ্টেম্বরে। ডিসেম্বরে ৩৫ পূর্ণ করেছেন বেনজেমা। ক্রুসের বয়স যদিও ৩৩, তবে অনেকবারই তিনি ইঙ্গিত দিয়েছেন ক্যারিয়ার খুব বেশি লম্বা না করার। তিন জনই এখনও রিয়ালের অবিচ্ছেদ্দ অংশ। চলতি মৌসুমে যদিও বয়সের ছাপ সামান্য কিছু পড়েছে ক্রুস ও মদ্রিচের পারফরম্যান্সে। আগের মতো ম্যাচের ম্যাচ ম্যাচ তারা সেরা একাদশে অপরিহার্য নন। তার পরও তাদেরকে ছাড়া এখনও রিয়ালকে ভাবা যায় না। চোট ও ক্লান্তি মিলিয়ে চলতি মৌসুমে কিছুটা অধরাবাহিক ছিলেন বেনজেমাও। তবে সবশেষ দুই ম্যাচে হ্যাটট্রিক করে আবার সেরা ফর্মে ফিরেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ গোল করে মৌসুমে দলের হয়ে সবচেয়ে বেশি গোল তারই।

এই তিন জনের যে অভিজ্ঞতা ও বড় ম্যাচ সামলানোর দক্ষতা, সেটির তুলনীয় কিছু দেখেন না আনচেলত্তি। সবশেষ কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার মাঠে তিন জনকেই সেরা একাদশে রাখেন কোচ। তাতে ভ্রূকুটিও জেগেছিল অনেক। কিন্তু তিনজনই দুর্দান্ত পারফরম্যান্স করে উড়িয়ে দেন চিরপ্রতিদ্বন্দ্বিদের। বেনজেমা করেন হ্যাটট্রিক। শুক্রবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, এই অভিজ্ঞতার ভাণ্ডার অমূল্য বলেই তাদেরকে পরের মৌসুমে দলে দেখতে চান তিনি।  “আমার মনে হয়, তারা থেকে যাবে। ফুটবলারদের বিচার করতে হবে বয়স দিয়ে নয়, তারা মাঠে যা করে, তা দেখে।” “অনেকে হয়তো ভাবতে পারেন যে তরুণ কোনো ফুটবলারের মতো শারীরিক অবস্থা বা প্রাণশক্তি এই তিন জনের নেই। তবে ম্যাচ সামলানো ও ব্যবস্থাপানার ক্ষেত্রে এই তিন জনের যে অনন্য দক্ষতা, তা বিশ্বের কোনো বাজারে কিনতে পাবেন না। এসব অভিজ্ঞতার সঙ্গে আসে। বয়স অবশ্যই কিছু জিনিস কেড়ে নেয়, তবে তা অনেক কিছু ফিরিয়েও দেয়।” লা লিগার ম্যাচে শনিবার ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য