Wednesday, January 15, 2025
বাড়িখেলাচেলসির ‘অন্তর্বর্তীকালীন’ কোচ হিসেবে ফিরছেন ল্যাম্পার্ড

চেলসির ‘অন্তর্বর্তীকালীন’ কোচ হিসেবে ফিরছেন ল্যাম্পার্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ এপ্রিল: চেলসির ইতিহাসের অন্যতম সেরা তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ১৩ বছর স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির মধ্যমণি হয়ে ছিলেন। কিন্তু খেলা ছাড়ার পর কোচ হিসেবে চেলসির ডাগআউটে সময়টা খুব সাফল্যের সঙ্গে কাটাতে পারেননি। ২০১৯ সালে দায়িত্ব নিয়ে ৮৪ ম্যাচে কোচ হিসেবে দাঁড়িয়েছেন ডাগআউটে, ২০২১ সালে দলের বাজে পারফরম্যান্সের বলি হয়েছিলেন বরখাস্ত হয়ে।সেই ল্যাম্পার্ডই আবারও ফিরছেন চেলসির কোচ হিসেবে। তবে এবার তাঁর দায়িত্বটা তত্ত্বাবধায়ক কোচের। ২০২১ সালে বরখাস্ত হওয়ার পর ল্যাম্পার্ড দায়িত্ব পালন করেছেন এভারটনের কোচ হিসেবে। ২০২২ সালে জানুয়ারি পর্যন্ত এভারটনের কোচ হিসেবে কাজ করে ল্যাম্পার্ড আবারও ফিরছেন নিজের প্রিয় ক্লাবে। সম্প্রতি গ্রাহাম পটারকে বরখাস্ত করার পর কোচের পদটা খালিই পড়ে আছে চেলসির।

 ল্যাম্পার্ডের কাজ হবে এ মৌসুমের বাকি সময়টা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দেখভালের।লন্ডনের টাইমস পত্রিকার বরাতে রয়টার্স জানিয়েছে, চেলসির দুই মালিক টড বোয়েলি ও বেহদাদ একবালি গ্রাহাম পটারের উত্তরসূরি খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু মৌসুমের বাকি সময়টা তো ডাগআউটে কাউকে না কাউকে দাঁড়াতে হবে! বলা যেতে পারে, ল্যাম্পার্ড অনেকটা ঘরের ছেলের মতোই এ সময়ে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার রাতে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ম্যাচে পটারের কোচিং স্টাফের সদস্য ব্রুনো স্যালটর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।৪৪ বছর বয়সী ল্যাম্পার্ড চেলসির জার্সিতে গোল করেছেন ২১১টি। এ মৌসুমের বাকি সময়টা তাঁর লক্ষ্য যথেষ্টই কঠিন। জানুয়ারির দলবদলে ৩০০ মিলিয়ন পাউন্ড খরচ করা চেলসির সামনে বড় চ্যালেঞ্জ ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থেকে সামনের বছরের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা। তবে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ স্বপ্নটা এখনো টিকে আছে চেলসির। এ মাসেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে দলটি।গ্রাহাম পটার বিদায় নেওয়ার পর চেলসির কোচ হিসেবে বেশ কয়েক তারকা কোচের নামই আসছে। এ তালিকায় আছেন বায়ার্ন মিউনিখ থেকে কিছুদিন আগেই বরখাস্ত হওয়া ইউলিয়ান নাগলসমান ও বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকে। দ্বিতীয়জন এরই মধ্যে লন্ডনে এসে চেলসির কর্তাদের সঙ্গে কথাবার্তাও বলেছেন বলে জানিয়েছে বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য