Wednesday, March 19, 2025
বাড়িখেলাশিরোপার ৪০ বছর পর পদক পাচ্ছেন ফার্গুসন

শিরোপার ৪০ বছর পর পদক পাচ্ছেন ফার্গুসন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ এপ্রিল: টানা ২৭ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালনের আগে ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত অ্যাবারডিনের কোচ ছিলেন ফার্গুসন। তার হাত ধরেই নিজেদের ইতিহাসের সেরা সাফল্য পায় স্কটিশ ক্লাবটি। ১৯৮৩ সালের মে মাসে ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা জিতে নেয় তখনকার ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ। বর্তমানে যা ইউরোপা কাপের সমতূল্য। কিন্তু উয়েফার নিয়মে তখন শুধু একাদশের ১১ জন ও বদলি তালিকায় থাকা পাঁচ খেলোয়াড়কে পদক দেওয়া হয়েছিল। উয়েফা এখন আরও ৬টি বাড়তি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় প্রথম নাম ফার্গুসনের। আগামী ১২ মে বিশেষ অনুষ্ঠানে এসব পদক দেওয়া হবে। এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত ৮১ বছর বয়সী ফার্গুসন। “এই পদক প্রাপ্তি বড় সম্মানের এবং আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, যারা এই সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করেছে।” অ্যাবারডিনের তখনকার সহকারী কোচ আর্চি নক্স ও চোটের কারণে স্কোয়াডে জায়গা না পাওয়া মিডফিল্ডার ডগি বেলও পদক পাবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য