স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : আগরতলা পুর নিগমের নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয়েছে চৈত্র মেলা। শহরের শকুন্তলা রোড ও ওরিয়েন্ট চৌমুহনি সংলগ্ন সড়কে চৈত্র মেলার দোকান নিয়ে বসার সুযোগ পান ব্যবসায়ীরা। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে দুটি স্থানে অস্থায়ী ভাবে বসে ব্যবসা করার জন্য আগেই জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। মূলত প্লট করে ব্যবসায়ীদের জায়গা করে দেওয়া হয়। দুটি স্থানে ব্যবসায়ীদের মধ্যে মোট ৫৩৮ টি প্লট বন্টন করা হয়। এই বছরও আগরতলা পুর নিগমের পক্ষ থেকে কোন প্রকারের অর্থ আদায় করা হবে না।
বিনামূল্যে ব্যবসা করার সুযোগ পাবেন তারা। আগামী ১১ দিন ব্যাপী চলবে এই চৈত্র মেলা। এই বছরের চৈত্র মেলায় শকুন্তলা মার্কেট এলাকায় অস্থায়ী দোকান নিয়ে বসা ব্যবসায়ীরা জানান প্রতিবছর ব্যবসা করে আসছেন। লাভের কিছুটা মুখ দেখেন তারা। এই বছরও ব্যবসা ভালো হবে বলে আশাবাদী তিনি। অনেক ব্যবসায়ী আবার পুর নিগম থেকে কোন অর্থ আদায় না করায় খুশি। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই চৈত্র মেলা। প্রথম দিনেই চৈত্র মেলায় ক্রেতারা ভীড় জমাতে শুরু করেছেন। নিগমের পক্ষ থেকে এলাকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়ে বলেছে কোন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করতে পারবে না। বিগত বছর বহু ব্যবসায়ীর অভিযোগ ছিল রাস্তার পাশে থাকা দোকানগুলি থেকে অর্থ আদায় করা হয়েছে। তাই নিগম কর্তৃপক্ষ এবার নির্দেশ দিয়েছে যারাই এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আগরতলা শহরে এই চৈত্র মেলার ঐতিহ্য রয়েছে। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা মেলায় অংশ নিতে আসে। সুষ্ঠুভাবে যাতে মেলা সম্পূর্ণ হয় তার জন্য নিগম কর্তৃপক্ষ বদ্ধপরিকর।