Sunday, March 16, 2025
বাড়িখেলালা লিগা সভাপতির পদত্যাগ দাবি বার্সার

লা লিগা সভাপতির পদত্যাগ দাবি বার্সার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ এপ্রিল: বার্সার সঙ্গে হাভিয়ের তেবাসের সম্পর্কটা খুব একটা ভালো নয়। গত ফেব্রুয়ারিতে লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ–সভাপতি হোসে নেগ্রেরিয়াকে ১৪ লাখ ইউরো প্রদানের অভিযোগ ওঠার পর বার্সা সভাপতি জোয়াও লাপোর্তার পদত্যাগ দাবি করেছিলেন তেবাস।এবার তেবাসের পদত্যাগ দাবি করেছে বার্সা। বার্সেলোনাকে নিয়ে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে লা লিগা সভাপতি তেবাসের বিরুদ্ধে। অর্থের বিনিময়ে বার্সেলোনার রেফারিদের প্রভাবিত করার অভিযোগ বার্সার বিরুদ্ধে। এই অভিযোগ তদন্ত করছে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভানগার্ডিয়া’র দেওয়া তথ্য অনুযায়ী, এই বিষয়ে প্রসিকিউটর অফিসে মিথ্যা তথ্য দিয়েছেন তেবাস। যা নিয়ে বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বার্সেলোনা।

বিবৃতিতে বার্সা বলেছে, ‘সোমবার লা ভানগার্ডিয়ায় যে তথ্য প্রকাশিত হয়েছে, সেই তথ্য অনুযায়ী লা লিগা সভাপতি তেবাস আমাদের ক্লাবকে অভিযুক্ত করার জন্য পাবলিক প্রসিকিউটর অফিসে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। যে কারণে আমরা তেবাসকে জনসম্মুখে এর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানাচ্ছি। লা লিগা সভাপতির মর্যাদা এবং সম্মানের কারণে তেবাসের তাঁর পদ থেকে পদত্যাগ করা উচিত।’২০১৬ থেকে ১৮ সাল পর্যন্ত ৩ বছর ধরে তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ–সভাপতি হোসে নেগ্রেরিয়াকে ১৪ লাখ ইউরো প্রদান করেছে, এই অভিযোগ বার্সার বিরুদ্ধে। অভিযোগের সঠিক জবাব দিতে না পারলে শাস্তির মুখোমুখি হতে পারে বার্সা।বার্সার বিরুদ্ধে এই অভিযোগ স্প্যানিশ কর্তৃপক্ষের পাশাপাশি তদন্ত করছে উয়েফাও। বার্সেলোনা অবশ্য শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, অতীতে তারা বাইরের একজন টেকনিক্যাল পরামর্শকের সেবা নিয়েছিল। কোনো ধরনের অনৈতিক ও অবৈধ কাজের সঙ্গে তারা যুক্ত ছিল না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য