Friday, June 9, 2023
বাড়িখেলাআর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উৎসব ‘কখনই থামবে না’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উৎসব ‘কখনই থামবে না’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৯ মার্চ: গত ডিসেম্বরে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা দল দেশে ফেরার পর তো বর্ণাঢ্য উদযাপন হয়েছিলই। বিশ্বকাপের পর দলের প্রথম ম্যাচেও বয়ে আসে সেই উদযাপনের জোয়ার। গত বৃহস্পতিবার পানামার বিপক্ষে সেই ম্যাচে বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ছিল নানা আয়োজন। মঙ্গলবার সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচও রূপ নেয় আরেকটি উৎসবে। লিওনেল মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার ৭-০ গোলের জয় সেই উৎসবকে করে তোলে আরও বর্ণিল।ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বললেন, উচ্ছ্বাস-উদযাপনের ঢেউ এমন উত্তাল থাকবেই।“আমাদের বিশ্বকাপ জয়ের উৎসব কখনই থামবে না এবং আমার মতে, এটিই উচিত ও প্রাপ্য যে, গোটা দেশ এই সাফল্য উপভোগ করে যাবে।”তবে এই মহোৎসবে যে মূল ব্যাপারটি আড়াল হয়ে যায়নি, তার প্রমাণ মাঠের ফুটবলেই। প্রত্যাশিত জয় ধরা দিয়েছে দুই ম্যাচেই। স্কালোনি বললেন, নিজেদের কাজ তারা ঠিকঠাকই করে যাচ্ছেন মনোযোগ দিয়ে।

 “খেলার দিক থেকে যদি বলুন, বল মাঠে গড়াতেই থাকবে এবং আমাদের ছুটতে হবেই। অন্য সব ম্যাচের মতোই এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। আমরা বিশ্বাস করি, ছোট প্রতিপক্ষ বলে কিছু নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচের অভিজ্ঞতা তো আমরা ভুলে যাইনি (সৌদি আরবের কাছে হার)।”“লক্ষ্য তাই সবসময় একই, লড়াই করা। আমাদের ছেলেরা কখনই রিল্যাক্স করে না। আমাদের ভাবনায় সবসময় এটিই থাকে।”স্কালোনি কৃতজ্ঞতা জানালেন সমর্থকদের প্রতি। আবেগের যে প্রবাহ বয়ে যাচ্ছে, দিনগুলি স্মরণীয় হয়ে থাকছে আর্জেন্টিনা কোচের কাছে।“আর্জেন্টিনার সমর্থকেরা সবসময়ই সেরাদের মধ্যে ছিল এবং এখন তারাই সেরা। দলও সেরা। যখনই আমরা এই জার্সি পরে মাঠে নেমেছি, আমাদেরকে তারা আলাদা করে ফুটিতে তুলেছেন। যেখানেই গিয়েছি আমরা, তারা সমর্থন করেছেন।”“যেভাবে আমাদের স্বাগত জানিয়েছেন তারা, তা দারুণ এবং সবাই তাদের নায়কদের দেখতে এসেছেন, নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন। এই সপ্তাহটি আমাদের সবার জন্যই খুব আবেগময়। গ্যালারিতে যেভাবে সমর্থকেরা লাফাচ্ছিল এবং গান ধরছিল, মাঠে ছেলেরাও আবেগাপ্লুত হয়ে উঠেছিল, সব মিলিয়ে সেরা সব মুহূর্ত আমাদের জন্য।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য