Sunday, March 23, 2025
বাড়িখেলাম্যাচ হেরে মেজাজ হারিয়ে যা করলেন রোনালদো

ম্যাচ হেরে মেজাজ হারিয়ে যা করলেন রোনালদো

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ মার্চ: সৌদি প্রো লিগে এই প্রথম হারের তেতো স্বাদ পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল ইত্তিহাদের মাঠ থেকে তাঁর দল আল নাসর হেরে এসেছে ১-০ গোলে। এই হারে লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে আল নাসর। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। গতকালের জয়ে আল নাসরকে টপকে শীর্ষে উঠেছে আল ইত্তিহাদ। সমান ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪৭।রেফারি শেষ বাঁশি বাজানোর পর রোনালদো তাঁর সতীর্থদের সঙ্গে গ্যালারির কাছে যান, সেখানে ছিলেন আল নাসরের সমর্থকেরা। হাততালি দিয়ে সমর্থকদের সান্ত্বনা দেন তাঁরা। সেখান থেকে হেঁটে আসার সময়ই রোনালদোকে ফুঁসতে দেখা যায়। এক সতীর্থ তাঁকে কী যেন বোঝাচ্ছিলেন, কিন্তু সেটা পাত্তা না দিয়ে রোনালদো বারবার হাত তুলে এমন ভঙ্গি করছিলেন যে এটা কী হলো!

আরেকটু এগিয়ে টানেলে ঢোকার আগে হতাশা যেন চরমে পৌঁছায় রোনালদোর। তিনি দৌড়ে গিয়ে ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে লাথি মারেন। এরপর কোনো দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে টানেলের ভেতরে চলে যান।রোনালদো কাল পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। দলকে গোল এনে দেওয়ার সুযোগও তিনি পেয়েছিলেন প্রথমার্ধে। কিন্তু তাঁর শট ঠেকিয়ে দেন আল ইত্তিহাদের গোলকিপার। এর আগেই অবশ্য রোনালদো অফসাইডের শিকার হন।সব মিলিয়েই ম্যাচ শেষের ওই হতাশা রোনালদোর। তবে পরবর্তী সময় সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন সাবেক রিয়াল তারকা, ‘এই ফলে হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মৌসুম আর খেলায় মনোযোগী।’রোনালদো এরপর সমর্থকদের উদ্দেশে টুইটারে লেখেন, ‘আল নাসর সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা জানি, আপনারা সব সময় আমাদের পাশে আছেন।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য