Wednesday, January 22, 2025
বাড়িখেলানিউ জিল্যান্ড রাগবি দলের ‘মেন্টাল স্কিলস’ কোচ এখন চেলসির

নিউ জিল্যান্ড রাগবি দলের ‘মেন্টাল স্কিলস’ কোচ এখন চেলসির

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ ফেব্রুয়ারি: দলবদলের বাজারে কোটি কোটি ডলার ঢেলেও ফল মিলছে না। একের পর এক নতুন ফুটবলার দলে এনেও দুঃসময়ের জাল ছিঁড়তে পারছে না চেলসি। এবার তাই ফুটবল স্কিলের বাইরে বিকল্প উপায়ও খুঁজছে ক্লাব ম্যানেজমেন্ট। ড্রেসিং রুমের পরিবেশ ও ফুটবলারদের মানসিক অবস্থার উন্নতির আশায় তারা নিয়োগ গিয়েছে গিলবার্ট ইনোকাকে, মেন্টাল স্কিলস কোচ হিসেবে যিনি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিত ও দারুণভাবে সমাদৃত।

‘অল ব্ল্যাকস’ নামে পরিচিত নিউ জিল্যান্ড রাগবি দলের সঙ্গে কাজ করেই মূলত নিজের কাজে সাড়া জাগিয়েছেন ইনোকা। ২০০০ সাল থেকে নানা ভূমিকায় অল ব্ল্যাকসের হয়ে কাজ করে আসছেন তিনি। তবে মূল দায়িত্ব প্রথম ১৫ বছর ছিল মেন্টাল স্কিলস কোচের। এরপর গত ৭ বছরে তার আনুষ্ঠানিক পদবি লিডারশিপ ম্যানেজার।তার এই সময়টায় নিউ জিল্যান্ড রাগবি দল পেয়েছে নিজেদের ইতিহাসের সেরা সব সাফল্য। ২০১১ ও ২০১৫ সালে টানা দুটি বিশ্বকাপ জিতেছে তারা। র‌্যাঙ্কিংয়েও শীর্ষে বা সেরার দিকেই থেকেছে লম্বা সময়।রাগবি দলের আগে ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নিউ জিল্যান্ড নেট বল দল ও ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত নিউ জিল্যান্ড ক্রিকেট দলের মেন্টাল স্কিলস কোচ হিসেবেও কাজ করেছেন ইনোকা।এমন কার্যকর একজনকে অবশ্য পুরোপুরি ছেড়ে দিচ্ছে না নিউ জিল্যান্ড রাগবি দল। চেলসি তাকে পেয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য পরামর্শক হিসেবে।২১ ম্যাচে স্রেফ ৩০ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে আছে এখন চেলসি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য