Saturday, July 27, 2024
বাড়িখেলাভারতে সিরিজ জয়ের ‘সেরা সুযোগ’ দেখছেন কামিন্স

ভারতে সিরিজ জয়ের ‘সেরা সুযোগ’ দেখছেন কামিন্স

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৯জানুয়ারি: আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুর টেস্ট দিয়ে শুরু ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। চার ম্যাচ সিরিজের পরের তিনটি দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে।অনেক দিন ধরেই ট্রফি নিজেদের কাছে রাখতে পেরেছে ভারত। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সিরিজ জিতেছিল নিজেদের মাঠে। ২০১৭ সালে দেশের মাঠে সিরিজ জিতে তারা আবার ট্রফি নিয়ে যায় নিজেদের কাছে। এরপর দুই দফায় অস্ট্রেলিয়ায় গিয়েও তারা ধরে রাখে ট্রফি। ২০১৮-১৯ ও ২০২০-২১ মৌসুমে দারুণ পারফর‌ম্যান্সে তারা পিঠেপিঠি সিরিজ জিতে নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে।অস্ট্রেলিয়ার জন্য এমন সাফল্যের নজির দেখতে হলে যেতে হবে অনেক পেছনে। ভারতে তারা সবশেষ সিরিজ জিতেছে সেই ২০০৪ সালে। ভারত সফরের ৬৬ বছরের ইতিহাসে তারা সেখানে সিরিজ জিততে পেরেছে স্রেফ চারবার। গত ৫৩ বছরে জিততে পেরেছে স্রেফ একবারই।২০০৪ সালের ওই সফরের পর আরও চার দফায় ভারতে গিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ জয় তো বহুদূর, এই চার সফরে মোট ১৪ টেস্ট খেলে তারা ম্যাচ জিততে পেরেছে মোটে একটি।

এবারকাজটি সহজ হবে না মোটেও। তবে অস্ট্রেলিয়া দলও এখন দারুণ ছন্দে আছে। শুধু দেশের মাঠে নয়, সাম্প্রতিক সময়ে সাফল্য পেয়েছে তারা দেশের বাইরেও। গত বছর পাকিস্তানে গিয়ে সিরিজ জিতে এসেছে কামিন্সের দল, সিরিজ ড্র করেছে শ্রীলঙ্কায়।সব মিলিয়ে এবার ভারতে ভালো করতে তারা আত্মবিশ্বাসী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বললেন কামিন্স।“আমার মনে হয়, সম্ভাব্য সেরা সুযোগটাই আমরা নিজেদের দিয়েছি। দারুণ এক গ্রীষ্ম কাটালাম আমরা।  আমার মনে হচ্ছে, আমরা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারছি (বিভিন্ন কন্ডিশনে)। গতবছর শ্রীলঙ্কা ও পাকিস্তানের অভিজ্ঞতা আমাদেরকে ভারত সফরের জন্যও বেশ ভালো অবস্থায় পৌঁছে দিয়েছে।”“আগামী কয়েক সপ্তাহে আমরা সুযোগ পাব গত এক বছরের পারফরম্যান্সে ফিরে তাকাতে। এরপর তরতাজা ও ক্ষুধার্ত হয়ে সেখানে (ভারতে) যাব। আমার মনে হয়, যতটা বেশি সম্ভব, ততটাই সুযোগ এবার আছে আমাদের।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য